শেখ হাসিনা-মোদি বৈঠক ডিসেম্বরে
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠক করবেন বলে সোমবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ দপ্তরে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারত আমাদের প্রতিবেশী এবং আমাদের ভালো বন্ধু। আলোচনা করার মতো অনেক বিষয়ই আমাদের রয়েছে।’
পররাষ্ট্রমন্ত্রী জানান, দুই নিকট প্রতিবেশী প্রধানমন্ত্রীর ভার্চ্যুয়াল বৈঠকে কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তি সই হতে পারে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
তিনি জানান, মঙ্গলবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠক করবেন। তবে ওই বৈঠকে কোনো চুক্তি সই হবে না।