ভ্যাকসিন নেয়ার পরেও কোয়ারেন্টিনে থাকা জরুরি
আর এন এস২৪.নেট
করোনাভাইরাসের ভ্যাকসিন দেয়া হলেও ভ্রমণের পর কোয়ারেন্টিনে থাকতে হবে বলে
সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি জানিয়েছে, ভ্যাকসিন দেয়া হলেই মানুষ
করোনা ছড়াবে না এর পক্ষে যথেষ্ট প্রমাণ নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী
ড. সৌম্য স্বামিনাথান সোমবার বলেন, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ এর যেসব ভ্যাকসিন
প্রদান করা হচ্ছে তা মানুষকে করোনা ছড়ানো থেকে বিরত রাখবে এমন কোনো তথ্য নেই। আমার
জানা মতে, এক্ষেত্রে কোনো ভ্যাকসিন কো¤পানিই তার ভ্যাকসিন
নিয়ে আত্মবিশ্বাসী নয়।
ড. সৌম্য আরো বলেন, আমরা যতদিন না বিস্তারিত তথ্য পাচ্ছি এবং জনগোষ্ঠির মধ্যে হার্ড
ইমিউনিটি তৈরি না হচ্ছে ততদিন মানুষের উচিত আগের মতোই সতর্ক থাকা। একটি বড় প্রশ্ন হচ্ছে,
ভ্যাকসিন কি শুধু মানুষকে করোনা আক্রান্ত হওয়া থেকে বাঁচাবে নাকি একইসঙ্গে অপরকে করোনা
সংক্রমণের সম্ভাবনাও থামিয়ে দেবে। কারণ যাকে ভ্যাকসিন দেয়া হয়েছে তার মাধ্যমে যদি করোনা
ছড়ানোর সম্ভাবনা না থাকে তাহলে তা মহামারি থামাতে বড় ভুমিকা রাখবে।