উদ্বোধন হলো “আনজারা” ওমেন ব্রাইডল ফ্যাশন হাউজ
জিয়াউদ্দীন চৌ: (জেড সেলিম)
সানাইয়ের সুর বাজতে শুরু করেছে সবখানে।শীতের সঙ্গে সানাইয়ের রয়েছে গভীর যোগ।কারন অন্যান্য সময়ের চেয়ে শীত মৌসুমে বিয়ের হিড়িক পড়ে বেশী।তাই সাজ পোষাক থেকে শুরু করে যাবতীয় সব আয়োজনের প্রস্তুতি নিতে হবে এখন থেকেই।সেই সঙ্গে দুটি মনের পারস্পরিক মেল বন্ধনকে একই সূএের গাথার জন্য ও চাই মানসিক প্রস্তুতি।
প্রতিকী ছবি
শীতকে কারণে রঙিন পোশাক পরার মৌসুমও বলা যায়।অন্য দিকে শীতকে বলা হয় বিয়ের মৌসুম।আর এই বিয়ের মৌসুমকে সামনে রেখে ঢাকার বিয়ের ফ্যাশন শিল্পের জগতে আরও এক ঠিকানা জুড়ল। anzara। anzara একটি ফরাসি শব্দ। According to a user from Colorado, U.S., the name Anzara is of Egyptian origin and means "Center of the light".
প্রতিকী ছবি
আনজারা উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় দুপুর ২.৩০ মি:। “দু” পর্বের অনুষ্ঠানে প্রথম অংশে বেলা ২.৩০ মি: থেকে শুরু হয় পিঠা উৎসব। যা চলে রাত ১০টা পর্যন্ত। দ্বিতীয় পর্বে রাএি ৮টা থেকে শুরু হয় ব্রাইডাল র্যাম্প শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর রাত ৯টায় কেক কাটা হয়।
অনুষ্ঠানের র্যাম্প শো পরিচালনা করেন কোরিওগ্রাফার বুলবুল টুম্পা। উপস্থিত ছিলেন চিএ নায়িকা মৌসুমী ও চিএ নায়ক ওমরসানি ছাড়া ও আরো গন্যমান্য ব্যাক্তি বর্গ ছিলেন।
উক্ত অনুষ্ঠানে মেহেদী পার্টনার হিসেবে আছে নেহাজ মেহেদী ডিজাইন, ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি পার্টনার ড্রিম ওয়েভার,এসথেটিক্স,কেইক পপ্স,বেইক কাউন্টার।ঢাকার বনানী ১১নং রোডে প্রধান সড়কের কাছে ব্লক-এইচ’৪৭ নং বিল্ডিং এ সুপরিসর এই বিক্রয়কেন্দ্র সাজানো হয়েছে নানান আঙ্গিকে। আধুনিক অন্দরসজ্জার সঙ্গে সামঞ্জস্য রেখে ঐতিহ্য ও সংস্কৃতির ছোঁয়ায় সাজানো হয়েছে আনজারার ২য় আউটলেট।
এছাড়া অলঙ্করণে যোগ করা হয়েছে ভিরোর পণ্য ও নকশা নিয়ে বিশেষ ‘ওয়াল ইনস্টলেইশন’ ও ক্রেতাদের স্বাচ্ছন্দ্য বাড়াতে পুরো বিক্রয়কেন্দ্রে রয়েছে পর্যাপ্ত জায়গা, ‘সার্ভিস কাউন্টার’, আলাদা বসার ব্যবস্থা, আধুনিক ‘ট্রায়াল রুমের’ ব্যবস্থা।
প্রতিকী ছবি
প্রতিভাবান ডিজাইনাররা, এই শহরের মানুষদের জন্য একই ছাদের নীচে নিয়ে এসেছেন ফ্যাশনের নতুন নতুন সব ঘরানা। অন্য রকমের ফ্যাশনের খোঁজ করলে আপনিও যেতে পারেন একবার বনানীর আনজারায়।সর্বাধুনিক ফ্যাশনের আনজারাতে বিয়েয় লেহেঙ্গা,ঘাঘড়া,কূর্তি সহ সকল পোশাকই পাবেন এখানে। দাম সামান্য বেশি ।তবে এক্সক্লুসিভ কালেকশন পেতে সামান্য খরচ তো করতেই হয়। রয়েছে হালকা রোজের পোশাক ।
সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে, ৪ জানুয়ারী রাএি উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন করা হয়।