Apr 4, 2025

‘জলঘড়ি’ এখন ইউটিউবে

আর এন এস২৪.নেট

একাধিক আন্তর্জাতিক উৎসবে অংশগ্রহণের পর ‘জলঘড়ি’র দেশীয় প্রিমিয়ার হবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ১৪ জানুয়ারি থেকে শুরু হওয়া উৎসবে ১৮ জানুয়ারি সন্ধ্যা ৭টায় সিনেমাটি দেখানো হবে।

উৎসবে প্রদর্শিত হলেও প্রেক্ষাগৃহে ‘জলঘড়ি’ মুক্তি পাবে না বলে জানিয়েছেন পরিচালক আসাদ জামান। তিনি জানান, ১৮ জানুয়ারি প্রদর্শনের পর ২৫ জানুয়ারি ইউটিউবে মুক্তি দেওয়া হবে।

‘জলঘড়ি’ সম্পর্কে পরিচালক বলেন, “আমাদের দেশে সাধারণত লিনিয়ার গল্পে সিনেমা হয়, সেই দিক থেকে আমাদের গল্প পুরোপুরি নন লিনিয়ার এবং আমরা ভীষণ জোড় দিয়ে বলতে চাই এই ধরনের নন লিনিয়ার গল্প আমাদের দেশে এর আগে হয়নি, শুধু গল্প নয়, নির্মাণেও আমরা গৎবাঁধা ফরমেশনের বাইরে গিয়ে নতুন কিছু করার চেষ্টা করেছি। ইন্ডিপেনডেন্ট সিনেমা ফরমেশনে আমাদের সমস্ত কিছু হয়েছে। আমরা সবাই মিলে একটি ইন্ডিপেনডেন্ট ফিল্ম বানানোর চেষ্টা করেছি।”

আসাদ জামান আরও বলেন, “এই শহরের কিছু মানুষের জীবনে ৩১ ডিসেম্বরের রাতে আকস্মিক বা সময়ের বিবর্তনে ঘটে যাওয়া কিছু ঘটনা যা আমূল পাল্টে দেয় তাদের জীবন, পরস্পরের যোগাযোগহীন মানুষগুলো দাঁড়িয়ে যায় একই কাতারে, জড়িয়ে যায় একজন আরেকজনের গল্পে, একজন আরেকজনের জীবনের স্রোতে। এই স্রোতে ভেসে যায় তাদের পারস্পরিক সম্পর্ক, উঠে আসে লোভ-লালসা, স্বপ্ন, আর থার্টি ফাস্ট নাইটের উৎসব আবহ, রাষ্ট্র আর সমাজ ব্যবস্থায় এই প্রভাব আর একে ঘিরে আমাদের হিপোক্রেসির লাগামহীনতা। এভাবেই একের পথ মাড়িয়ে এগিয়ে চলে আরেকজনের গল্প যা ফাইনালি মুখোমুখি দাঁড়িয়ে যায় নতুন বছরের উৎসব উদ্‌যাপনের প্রারম্ভকালে।”

সিনেমার অধিকাংশ শুটিং হয়েছে ঢাকার ইস্কাটন, মগবাজার রেলগেট, রমনা, পুরান ঢাকার বাহাদুর শাহ্‌ পার্ক এলাকা, বাংলামোটর, শাহবাগ, মহাখালী, উত্তরায় আর কিছু শুটিং হয়েছে নারায়ণগঞ্জ এবং চাঁদপুরে।

‘জলঘড়ি’র কাহিনি ও চিত্রনাট্য আসাদ জামানের। অভিনয় করেছেন দীপান্বিতা মার্টিন, হাসনাত রিপন, সাজাহান সৌরভ, ইভান সাইর, জয়িতা মহলানবিশ, রিমন সরকার, সেলিম আহমেদ, হুমায়ুন সম্রাট, ইকতারুল ইসলাম, সোয়েব মনির, নূর ইসলাম, স্বপন আহমেদ, নুসরাত জাহান খান নিপা, রুশো শেখ।

কোয়ান্টাইজ মিউজিক এন্টারটেইনমেন্ট, বৃক্ষ ফিল্মস, মাইন্ড টিউনের ব্যানারে সিনেমাটি নির্মিত হয়েছে।


RELATED NEWS
৪ ভাষায় ডাবিং হচ্ছে অ্যানিমেটেড ছবি ‘টুমরো’
বাংলাদেশীরা ‘সেক্স ফ্র্যাসটেইটেড’ : মাকসুদা আক্তার প্রিয়তী
সমুদ্র সৈকতে হট লুকে স্বস্তিকা
ধর্ষণের বিরুদ্ধে গর্জে উঠলেন শ্রীলেখা
হিরো আলমের বিরুদ্ধে মামলা
পরীমনির ১ কোটি ফলোয়ার
জয়া মাদ্রিদ চলচ্চিত্র উৎসবে সেরা অভিনয়শিল্পী