বনানী ১১নং রোডে "আনজারা" ব্রাইডাল ফ্যাশন হাউজের উদ্বোধন
জিয়াউদ্দীন চৌ: (জেড সেলিম)
বদলে গেছে মৌসুম। বদল প্রতিদিনের পোশাকেও। শীতের এই সময়ে পোশাকের ধরন ও রঙেও পাওয়া যায় উষ্ণতা। প্রকৃতির রং এখন কিছুটা রুক্ষ হলেও পোশাকের রঙে কিন্তু থাকে উৎসবমুখরতা। শীতকে এ কারণে রঙিন পোশাক পরার মৌসুমও বলা যায়।
অন্য দিকে শীতকে বলা হয় বিয়ের মৌসুম।আর এই বিয়ের মৌসুমকে সামনে রেখে ঢাকার বিয়ের ফ্যাশন শিল্পের জগতে আরও এক ঠিকানা জুড়ল। anzara।মাল্টি লেবেল ডিজাইনার বিয়ের পোষাকের এই সংগ্রহশালাটি ঢাকা”র বনানী ১১নং রোডে অবস্থিত।
প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে, ৪ জানুয়ারী২০২১ সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে।