Apr 4, 2025

পরীমনির ১ কোটি ফলোয়ার

স্টাফ রিপোর্টার

দেশের একমাত্র তারকা হিসেবে ফোর্বস ‘এশিয়ার ১০০ ডিজিটাল তারকা’র তালিকায় স্থান করে নিয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। এই তালিকায় নাম রয়েছে বলিউডের বাঘা বাঘা সব তারকাদের। এদের মধ্যে রয়েছেন অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, শাহরুখ খান, আলিয়া ভাটসহ বেশক’জন বলিউড  তারকা। গত সোমবার প্রখ্যাত এই আমেরিকান বিজনেস ম্যাগাজিন ওই তালিকায় পরীমনি সম্পর্কে বলেছে, ফেসবুকে প্রায় ১ কোটি ফলোয়ার রয়েছে পরীমনির। আসল নাম শামসুন্নাহার স্মৃতি। ‘আমার প্রেম আমার প্রিয়া’ সিনেমার মাধ্যমে অভিনয়ের জন্য ২০১৯ সালের সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর (সমালোচক) পুরস্কার পান তিনি। পরীমনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর একটি চলচ্চিত্রসহ বেশকিছু চলচ্চিত্রে কাজ করছেন এখন।
এদিকে একই তালিকার প্রথম স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার ব্যান্ড ‘ব্ল্যাকপিঙ্ক’, এরপরে অবস্থান চাইনিজ গায়ক ও অভিনেতা জ্যাকসন ইয়ের। আর তৃতীয় অবস্থানে রয়েছেন থাইল্যান্ডের অভিনেত্রী দাভিকা হর্নে এবং চতুর্থ অবস্থানে অমিতাভ বচ্চনের নাম দেখা যাচ্ছে।

তালিকায় বলিউড তারকাদের মধ্যে আরো রয়েছেন অক্ষয় কুমার, শাহরুখ খান, রণবীর সিং, ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মা, শ্রেয়া ঘোষাল, শহীদ কাপুর, রণবীর কাপুর, ঋত্বিক রোশান, মাধুরীসহ বেশ কয়েকজন জনপ্রিয় তারকা। এ ছাড়াও এই তালিকায় রয়েছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান, গায়ক আতিফ আসলামও। বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত পরীমনি বলেন, আমি নিজেও অবাক হয়েছি। তবে এটি খুব ভালো লাগার ও গর্বের বিষয়ও বটে। এ ধরনের বিষয় কাজের প্রতি উৎসাহটা বাড়িয়ে দেয়। আমি চেষ্টা করবো ভালো ভালো ছবিতে অভিনয়ের মাধ্যমে আমার দর্শকদের প্রত্যাশা পূরণের।


RELATED NEWS
৪ ভাষায় ডাবিং হচ্ছে অ্যানিমেটেড ছবি ‘টুমরো’
‘জলঘড়ি’ এখন ইউটিউবে
বাংলাদেশীরা ‘সেক্স ফ্র্যাসটেইটেড’ : মাকসুদা আক্তার প্রিয়তী
সমুদ্র সৈকতে হট লুকে স্বস্তিকা
ধর্ষণের বিরুদ্ধে গর্জে উঠলেন শ্রীলেখা
হিরো আলমের বিরুদ্ধে মামলা
জয়া মাদ্রিদ চলচ্চিত্র উৎসবে সেরা অভিনয়শিল্পী