Apr 4, 2025

উদ্বেগজনকভাবে নিউ ইয়র্কে বাড়ছে করোনা সংক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক

নিউ ইয়র্কে আবার বাড়ছে করোনা সংক্রমণ। এপ্রিলে সেখানে বিশ্বের যেকোন একটি দেশের চেয়ে অধিক পরিমাণে করোনা সংক্রমণ রেকর্ড করা হয়েছিল। ফলে গা শিউরে উঠার মতো এক ভয়াবহ অবস্থার সৃষ্টি হয় ওই রাজ্যে। কর্তৃপক্ষ কয়েক মাসের চেষ্টায় সেই সংক্রমণ কিছুটা কমিয়ে আনতে সক্ষম হয়েছে। কিন্তু সোমবার গভর্নর অ্যানড্রু কুমো সতর্ক করেছেন। বলেছেন, কোভিড-১৯ পরীক্ষায় আবার পজেটিভের হার বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে শতকরা ১.৫ ভাগ। এ রাজ্যের জন্য এটা এক উদ্বেগজনক অবস্থা। কারণ, এর আগে সেখানে এই হার ছিল শতকরা প্রায় ১ ভাগ। এ রাজ্যের জন্য এটা এক উদ্বেগজনক অবস্থা। কারণ, এর আগে সেখানে এই হার ছিল শতকরা প্রায় ১ ভাগ।

এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। স্বাস্থ্য বিষয়ক কর্তৃপক্ষ বলেছে, কিছু এলাকায় উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে সংক্রমণ। এর মধ্যে রয়েছে ব্রুকলিন ও কুইন্স। এসব এলাকায় বসবাস করেন বিপুল পরিমাণ বাংলাদেশি প্রবাসী। নতুন করে এই সংক্রমণ যুক্তরাষ্ট্রের আরো অনেক এলাকার সঙ্গে বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রতিদিন আক্রান্ত হচ্ছেন প্রায় ৪৫ হাজার মানুষ। এক সপ্তাহ আগে এই হার ছিল ৪০ হাজার। দু’সপ্তাহ আগে ছিল ৩৫ হাজার। বার্তা সংস্থা রয়টার্সের মতে, যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের মধ্যে ২৭টিতে গত দু’সপ্তাহ সংক্রমণ বৃদ্ধি পেয়েছে।


RELATED NEWS
ট্রাম্পের ডক্টরেট ডিগ্রি হাতছাড়া
'ওয়ার্ল্ড মাস্টারপিস' :চীনা গণমাধ্যম
সন্ত্রাসী রিচার্ড এখন এফবিআই’র হাতে
ক্যাপিটল ভবনে হামলাকারী ছিলেন ডোনাল্ড ট্রাম্পের সমর্থক
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে সহিংসতার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পাগলাটে আচরণ: চার দেয়ালে বন্দি ট্রাম্প
অস্ত্রধারী ট্রাম্প সমর্থকদের দখলে ক্যাপিটল হিল
‘লুজার অব দি ইয়ার’
যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৩ লাখ ছাড়াল
নারী গোয়েন্দার ফাঁদে মার্কিন রাজনীতিবিদরা
যুক্তরাষ্ট্রের অধিকতর গণতন্ত্র চাই
যে কারনে যুক্তরাষ্ট্রকে দিয়েছে রক্তপাত এবং সম্পদহানি
যুক্তরাষ্ট্র কর্তৃত্ববাদ বিরোধী লড়াইয়ে অঙ্গীকার চাইবে
আমেরিকাকে যে কারনে নেতৃত্ব দিতে হবে
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ১২১৬ জন পদে প্রার্থী
ডনাল্ড ট্রাম্পের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে আছেন জো বাইডেন
১০ পয়েন্টে এগিয়ে আছেন ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেন
বেইজিং নার্ভাস, ট্রাম্পের করোনা
৩ লাখ স্কুলশিক্ষার্থী করোনায় আক্রান্ত : যুক্তরাষ্ট্র
নাটকীয় পরিবর্তন হোয়াইট হাউজে
মার্কিন নেতৃত্বের শূন্যতা দেখা দিলে কিভাবে পূরন হবে
যুক্তরাষ্ট্র করোনার তৃতীয় ঝড়ের আশঙ্কায়
যুক্তরাষ্ট্রে লেক জ্যাকসনে মগজখেকো জীবাণুর উপস্থিতি নিশ্চিত
ঈশ্বরকে ধন্যবাদ আমি বেচে আছি: অ্যাঞ্জেলিকা গাইতান
ট্রাম্প-বাইডেন বাকযুদ্ধ: আক্রমণ-পাল্টা আক্রমণ