Apr 4, 2025

ডনাল্ড ট্রাম্পের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে আছেন জো বাইডেন

আর এন এস২৪.নেট

উইসকনসিন, পেনসিলভ্যানিয়া, মিশিগান, নর্থ ক্যারোলাইনা, ফ্লোরিডা ও অ্যারিজোনা। এই ৬টি রাজ্যকে বলা হয় যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে কে ক্ষমতায় আসবেন তার নির্ধারক। অর্থাৎ এগুলো হলো ব্যাটলগ্রাউন্ড। এখানকার ভোটাররা প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তারা যাকে ভোট দেন, তিনিই এতদিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আসছেন। তবে রাজ্যগুলোতে কোনো দলের প্রতি অন্ধভক্ত নেই। সেখানকার ভোটাররা তাদের বুদ্ধিবিবেচনা দিয়ে প্রার্থীকে যাচাই করেন। তারপর যাকে যোগ্য মনে করেন, তাকে ভোট দেন।

এ জন্য এসব রাজ্যকে সুইং স্টেটও বলা হয়। এবার এই রাজ্যগুলোতে বাতাস কোনদিকে প্রবাহিত হবে তা জানতে জরিপ করছে বার্তা সংস্থা রয়টার্স/ইপসোস। এর মধ্যে নর্থ ক্যারোলাইনা বাদে সব জায়গায় এগিয়ে আছেন জো বাইডেন। ফ্লোরিডায় রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্পের চেয়ে শতকরা ৪ পয়েন্টে এগিয়ে আছেন ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেন। অন্যদিকে নর্থ ক্যারোলাইনাতে কঠিন প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে দু’জনের মধ্যে। সেখানে দু’জনেরই সমর্থন শতকরা ৪৭ ভাগ করে।

এসব রাজ্যের কোনো কোনোটিতে এরই মধ্যে আগাম ভোট শুরু হয়েছে। এরই মধ্যে অনলাইনে ভোটারদের ওপর জরিপ চালানো হয়েছে। ২৯ সেপ্টেম্বর থেকে ৭ই অক্টোবর পর্যন্ত চালানো ওই জরিপের ফল নিচে রাজ্যওয়ারি প্রকাশ করা হলো-

ফ্লোরিডা: জো বাইডেনকে সমর্থন করছেন শতকরা ৪৯ ভাগ ভোটার। ট্রাম্পকে সমর্থন করছেন শতকরা ৪৫ ভাগ। জরিপে অংশগ্রহণকারীদের শতকরা ৫০ ভাগ বা অর্ধেকই বলেছেন, জো বাইডেন প্রেসিডেন্ট হলে করোনা মহামারি আরো ভালভাবে মোকাবিলা করতে পারবেন। এক্ষেত্রে ট্রাম্পকে সমর্থন করেছেন শতকরা ৪১ ভাগ। শতকরা ৪৯ ভাগ মানুষ বলেছেন, ট্রাম্প আবার প্রেসিডেন্ট হলে অর্থনৈতিক ব্যবস্থাপনা ভাল করবেন। এক্ষেত্রে জো বাইডেনকে সমর্থন করছেন শতকরা ৪৫ ভাগ মানুষ। জরিপে অংশগ্রহণকারীদের শতকরা ৭ ভাগ বলেছেন, এরই মধ্যে তারা ভোট দিয়েছেন।

অ্যারিজোনা: এই রাজ্যে জো বাইডেনকে ভোট দিতে চান শতকরা ৪৮ ভাগ ভোটার। ট্রাম্পকে ভোট দিতে চান শতকরা ৪৬ ভাগ। এই রাজ্যের শতকরা ৪৯ ভাগ মানুষ মনে করেন জো বাইডেন প্রেসিডেন্ট হলে করোনা মহামারি ভালভাবে মোকাবিলা করবেন। এক্ষেত্রে ট্রাম্পকে সমর্থন করেছেন শতকরা ৪৩ ভাগ। শতকরা ৫২ ভাগ মানুষ মনে করেন, ট্রাম্প প্রেসিডেন্ট হলে অর্থনৈতিক ব্যবস্থাপনা ভাল করবেন। এক্ষেত্রে জো বাইডেনকে সমর্থন করছেন শতকরা ৪২ ভাগ মানুষ। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে শতকরা ৩ ভাগ বলেছেন, তারা এরই মধ্যে ভোট দিয়েছেন।

অ্যারিজোনা: এ রাজ্যে জো বাইডেনকে ভোট দিতে চান শতকরা ৫১ ভাগ ভোটার। ট্রাম্পকে ভোট দিতে চান শতকরা ৪৩ ভাগ। এর আগে ১১ থেকে ১৬ই সেপ্টেম্বর জরিপে বাইডেনকে সমর্থন করেছিলেন শতকরা ৪৯ ভাগ মানুষ। ট্রাম্পের সমর্থন ছিল শতকরা ৪৪ ভাগ। নতুন জরিপে শতকরা ৫০ ভাগ মানুষ বলেছেন, প্রেসিডেন্ট হলে করোনা ভাইরাস মহামারি ভালভাবে মোকাবিলা করবেন জো বাইডেন। শতকরা ৪১ ভাগ এমন সমর্থন দিয়েছেন ট্রাম্পকে। ট্রাম্প অর্থনীতিতে ভাল করবেন এমনটা মনে করেন শতকরা ৪৯ ভাগ মার্কিনি। এক্ষেত্রে বাইডেনের সমর্থন শতকরা ৪৪ ভাগ। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে শতকরা ১০ ভাগ এরই মধ্যে ভোট দিয়েছেন।

নর্থ ক্যারোলাইনা: এই রাজ্যে ভোটারদের কাছে জনসমর্থন ট্রাম্প ও বাইডেন দু’জনেরই সমান। তাদেরকে সমর্থন করছেন শতকরা ৪৭ ভাগ করে ভোটার। ফলে একজন আরেকজনের ঘাড়ের ওপর গরম নিশ্বাস ফেলছেন। শতকরা ৪৭ ভাগ ভোটার বলেছেন করোনা ভাইরাস মহামারি ভালভাবে মোকাবিলা করবেন জো বাইডেন। এক্ষেত্রে ট্রাম্পের সমর্থন শতকরা ৪৫ ভাগ। শতকরা ৫২ ভাগ মনে করেন ট্রাম্প অর্থনীতিতে ভাল করবেন। এক্ষেত্রে বাইডেনের সমর্থন শতকরা ৪০ ভাগ। জরিপে অংশগ্রহণকারীদের শতকরা ৮ ভাগ এরই মধ্যে ভোট দিয়েছেন।

উইসকনসিন: এই রাজ্যে জো বাইডেনকে ভোট দেবেন শতকরা ৫০ ভাগ ভোটার। ট্রাম্পকে সমর্থন করছেন শতকরা ৪৪ ভাগ। শতকরা ৫০ ভাগ ভোটার মনে করেন করোনা ভাইরাস মহামারি ভালভাবে মোকাবিলা করবেন বাইডেন। এক্ষেত্রে ট্রাম্পকে সমর্থন করছেন শতকরা ৪১ ভাগ। শতকরা ৫১ ভাগ ভোটার মনে করেন অর্থনীতিতে ভাল করছেন ট্রাম্প। এক্ষেত্রে বাইডেনের সমর্থন শতকরা ৪৪ ভাগ। এ রাজ্যে জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে শতকরা ১৩ ভাগ এরই মধ্যে ভোট দিয়েছেন।

পেনসিলভ্যানিয়া: এই রাজ্যে ভোটে জো বাইডেনকে সমর্থন করছেন শতকরা ৫০ ভাগ ভোটার। ট্রাম্পকে সমর্থন করছেন শতকরা ৪৫ ভাগ। শতকরা ৫১ ভাগ মনে করেন, করোনা ভাইরাস মহামারি ভালভাবে মোকাবিলা করতে পারবেন জো বাইডেন। এক্ষেত্রে ট্রাম্পকে সমর্থন করেন শতকরা ৪১ ভাগ। শতকরা ৫১ ভাগ মানুষ মনে করেন অর্থনীতিতে ভাল করবেন ট্রাম্প। জো বাইডেনের সমর্থন শতকরা ৪৬ ভাগ। জরিপে অংশগ্রহণ করা শতকরা ২ ভাগ ভোটার এরই মধ্যে ভোট দিয়েছেন।

রয়টার্স/ইপসোসের জরিপ


RELATED NEWS
ট্রাম্পের ডক্টরেট ডিগ্রি হাতছাড়া
'ওয়ার্ল্ড মাস্টারপিস' :চীনা গণমাধ্যম
সন্ত্রাসী রিচার্ড এখন এফবিআই’র হাতে
ক্যাপিটল ভবনে হামলাকারী ছিলেন ডোনাল্ড ট্রাম্পের সমর্থক
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে সহিংসতার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পাগলাটে আচরণ: চার দেয়ালে বন্দি ট্রাম্প
অস্ত্রধারী ট্রাম্প সমর্থকদের দখলে ক্যাপিটল হিল
‘লুজার অব দি ইয়ার’
যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৩ লাখ ছাড়াল
নারী গোয়েন্দার ফাঁদে মার্কিন রাজনীতিবিদরা
যুক্তরাষ্ট্রের অধিকতর গণতন্ত্র চাই
যে কারনে যুক্তরাষ্ট্রকে দিয়েছে রক্তপাত এবং সম্পদহানি
যুক্তরাষ্ট্র কর্তৃত্ববাদ বিরোধী লড়াইয়ে অঙ্গীকার চাইবে
আমেরিকাকে যে কারনে নেতৃত্ব দিতে হবে
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ১২১৬ জন পদে প্রার্থী
১০ পয়েন্টে এগিয়ে আছেন ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেন
বেইজিং নার্ভাস, ট্রাম্পের করোনা
৩ লাখ স্কুলশিক্ষার্থী করোনায় আক্রান্ত : যুক্তরাষ্ট্র
নাটকীয় পরিবর্তন হোয়াইট হাউজে
মার্কিন নেতৃত্বের শূন্যতা দেখা দিলে কিভাবে পূরন হবে
যুক্তরাষ্ট্র করোনার তৃতীয় ঝড়ের আশঙ্কায়
যুক্তরাষ্ট্রে লেক জ্যাকসনে মগজখেকো জীবাণুর উপস্থিতি নিশ্চিত
ঈশ্বরকে ধন্যবাদ আমি বেচে আছি: অ্যাঞ্জেলিকা গাইতান
ট্রাম্প-বাইডেন বাকযুদ্ধ: আক্রমণ-পাল্টা আক্রমণ
উদ্বেগজনকভাবে নিউ ইয়র্কে বাড়ছে করোনা সংক্রমণ