Apr 4, 2025

ঈশ্বরকে ধন্যবাদ আমি বেচে আছি: অ্যাঞ্জেলিকা গাইতান

আর.এন.এস২৪.নেট

সাবেক স্বামীর নির্যাতন থেকে রক্ষা পেতে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন দুই সন্তানের মা অ্যাঞ্জেলিকা গাইতান (৪৬)। এরও দু’বছর আগে তিনি পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন। অবশেষে আত্মহত্যা করতে ঝাঁপ দেন সমুদ্রে। কিন্তু পানিতে ডোবেন নি তিনি। ঘটনার আট ঘন্টা পরে উপকূল থেকে প্রায় এক মাইল দূরে ভাসমান অবস্থা থেকে তাকে উদ্ধার করেছেন জেলেরা। তখন গাইতান ছিলেন অচেতন। তবে তিনি হাত পা নাড়াতে পারছিলেন। উদ্ধারের পর বলেছেন, ঈশ্বর আমাকে নতুন জীবন দিয়েছেন।

তিনি চেয়েছেন বলেই আমি বেঁচে আছি। ঘটনাটি ঘটেছে আটলান্টিকোর পুয়ের্তো কলোম্বিয়া শহরের পাশে সমুদ্রে। সেখানে জেলেরা মাছ ধরছিলেন। এমন সময় ২৬ শে সেপ্টেম্বর তারা দূরে সমুদ্রে কিছু একটা ভাসতে দেখেন। তাদের মনে হতে থাকে কাঠের কোনো গুঁড়ি ভাসছে হয়তো। জেলেদের মধ্যে রোনালদো ভিসবল বোট চালিয়ে অগ্রসর হতে থাকেন সেদিকে। তারা দেখতে পান অসাড় হয়ে ভাসছেন একজন নারী। প্রথমেই তারা তাকে একটি রশি ছুড়ে মারেন, যাতে তা ধরে তিনি বোটের দিকে অগ্রসর হতে পারেন। এক পর্যায়ে তারা গাইতানের কাছে যান। তাকে জীবন রক্ষাকারী সরঞ্জাম দেন। উদ্ধার করেন তাকে। নিয়ে যান একটি হাসপাতালে। সেখানে চিকিৎসার পর সুস্থ হয়েছেন তিনি। তারপর নিজের প্রতিক্রিয়ায় উদ্ধারকারীদের ও ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন নতুন জীবন দেয়ার জন্য। তিনি বলেছেন, ২০ বছর ধরে সাবেক স্বামীর হাতে তিনি নির্যাতিত হচ্ছিলেন। দুটি সন্তান যখন পেটে ধারণ করেছেন, তখনও তার ওপর নির্যাতন চলতো। প্রথম সন্তান পেটে আসার পরই এই নির্যাতন শুরু হয়। নৃশংস নির্যাতন চলতে থাকে। দ্বিতীয় সন্তান পেটে আসার পর একই ধারা অব্যাহত থাকে। এ জন্য তিনি পুলিশে রিপোর্ট করেছিলেন অনেকবার। কিন্তু তাতে লাভ হয়নি। পুলিশ তার স্বামীকে ধরে নিয়ে গিয়েছে। আবার ২৪ ঘন্টা পরে ছেড়ে দিয়েছে। বাড়ি ফিরেই সে আবার আগের মতো নির্যাতন করতে থাকে। তাকে ঘরে তালাবদ্ধ করে রাখা হতো। বাথরুম ব্যবহার করতে দেয়া হতো না তাকে। প্রাকৃতিক ডাকে সাড়া দিতে হলে তাকে বাধ্য করা হতো পাশের বাগানে যেতে।  এ অবস্থায় ২০১৮ সালে তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন। এক পর্যায়ে পরিবার ও বন্ধুবান্ধবদের থেকে বিচ্ছিন্ন হয়ে যান। সিদ্ধান্ত নেন আত্মহত্যা করবেন। তাই সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন। কিন্তু সমুদ্রে আট ঘন্টা ভেসে থাকার পরও তার মৃত্যু হয় নি। তাই তিনি ধন্যবাদ দিয়েছেন ঈশ্বরকে।

ডেইলি মেইলের রিপোর্ট


RELATED NEWS
ট্রাম্পের ডক্টরেট ডিগ্রি হাতছাড়া
'ওয়ার্ল্ড মাস্টারপিস' :চীনা গণমাধ্যম
সন্ত্রাসী রিচার্ড এখন এফবিআই’র হাতে
ক্যাপিটল ভবনে হামলাকারী ছিলেন ডোনাল্ড ট্রাম্পের সমর্থক
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে সহিংসতার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পাগলাটে আচরণ: চার দেয়ালে বন্দি ট্রাম্প
অস্ত্রধারী ট্রাম্প সমর্থকদের দখলে ক্যাপিটল হিল
‘লুজার অব দি ইয়ার’
যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৩ লাখ ছাড়াল
নারী গোয়েন্দার ফাঁদে মার্কিন রাজনীতিবিদরা
যুক্তরাষ্ট্রের অধিকতর গণতন্ত্র চাই
যে কারনে যুক্তরাষ্ট্রকে দিয়েছে রক্তপাত এবং সম্পদহানি
যুক্তরাষ্ট্র কর্তৃত্ববাদ বিরোধী লড়াইয়ে অঙ্গীকার চাইবে
আমেরিকাকে যে কারনে নেতৃত্ব দিতে হবে
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ১২১৬ জন পদে প্রার্থী
ডনাল্ড ট্রাম্পের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে আছেন জো বাইডেন
১০ পয়েন্টে এগিয়ে আছেন ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেন
বেইজিং নার্ভাস, ট্রাম্পের করোনা
৩ লাখ স্কুলশিক্ষার্থী করোনায় আক্রান্ত : যুক্তরাষ্ট্র
নাটকীয় পরিবর্তন হোয়াইট হাউজে
মার্কিন নেতৃত্বের শূন্যতা দেখা দিলে কিভাবে পূরন হবে
যুক্তরাষ্ট্র করোনার তৃতীয় ঝড়ের আশঙ্কায়
যুক্তরাষ্ট্রে লেক জ্যাকসনে মগজখেকো জীবাণুর উপস্থিতি নিশ্চিত
ট্রাম্প-বাইডেন বাকযুদ্ধ: আক্রমণ-পাল্টা আক্রমণ
উদ্বেগজনকভাবে নিউ ইয়র্কে বাড়ছে করোনা সংক্রমণ