অস্ত্রধারী ট্রাম্প সমর্থকদের দখলে ক্যাপিটল হিল
আর এন এস২৪.নেট
ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা অস্ত্র নিয়ে
প্রবেশ করেছে ওয়াশিংটন ক্যাপিটাল বিল্ডিংয়ে। কংগ্রেস নভেম্বর নির্বাচনের ফলাফল
নিয়ে বিতর্ক করছিল তখন। বলা হচ্ছে ইটা জো বাইডেন প্রেসিডেন্ট হওয়া থেকে
বিরত রাখার জন্যই এই তান্ডব। পুরো শহরে বিশৃঙ্খলা। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে
পুলিশ সরিয়ে নিয়েছে। ওয়াশিংটনের মেয়র কারফিউ ঘোষণা করেছেন। আমেরিকার ইতিহাসে এমন
ঘটনা নজিরবিহীন। দেশটি এখন অশান্তিতে, অনিশ্চয়তায়।
সর্বশেষ আপডেট:একজন মহিলা
গুলিবিদ্ধ হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। ট্রাম্প হোয়াইট হাউজের সামনে দাঁড়িয়ে
হাজার হাজার সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেয়ার পরপরই বিশৃঙ্খলা শুরু হয়।
রিপাবলিকান সিনেটররা বলেছেন ঘটনাটি আমেরিকার জন্য লজ্জাজনক। হোয়াইট হাউস ন্যাশনাল গার্ড এবং অন্যান্য ফেডারেল বাহিনী মোতায়েন করা হচ্ছে। এতো কিছুর পরও সমর্থকদের বাড়ি ফিরতে বলছেন না ট্রাম্প।
তথ্য:মানবজমিন