লখনৌয়ের আদালত বাবরি মসজিদ ধ্বংসের মামলায় অভিযুক্ত সবাইকে খালাস দিয়েছে
আন্তর্জাতিক ডেস্ক
ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের মামলায় অভিযুক্ত সবাইকে খালাস দিয়েছে লখনৌয়ের বিশেষ সিবিআই আদালত। এ মামলায় অভিযুক্তদের মধ্যে অন্যতম বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবানি, মুরলিমনোহর জোশি, উমা ভারতী। তারাসহ অভিযুক্ত ৩২ জনের বিরুদ্ধে মসজিদ ভাঙ্গার ষড়যন্ত্র, পরিকল্পনা ও করসেবকদের উস্কানি দেয়ার অভিযোগ ছিল। প্রায় তিন দশক ধরে চলছিল এই মামলা। অবশেষে বুধবার বিশেষ সিবিআিই আদালত এর রায় ঘোষণা করেন। বিচারক সুরেন্দ্রকুমার যাদব জানান, অভিযুক্তদের কারও বিরুদ্ধে উপযুক্ত কোনও প্রমাণ মেলেনি। বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা পূর্ব পরিকল্পিত নয় বলেও মন্তব্য করেন তিনি। জানান, মসজিদ ভাঙায় অভিযুক্তদের কারও কোনও হাত ছিল না।
উন্মত্ত জনতাই এই ঘটনা ঘটিয়েছে। অভিযুক্তরা বরং মসজিদ ভাঙায় বাধা দেওয়ারই চেষ্টা করেছিলেন।