আবার ও বাড়লো ইতালিতে বাংলাদেশি প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ
আর এন এস২৪.নেট
করোনার সংক্রমণ ঝুঁকির কারণে বাংলাদেশি প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ আরেক
দফা বাড়িয়েছে ইতালি। ৭ই অক্টোবর জারি করা দেশটির স্বাস্থ্য বিভাগের সর্বশেষ নোটিশে
বাংলাদেশসহ ১৬ দেশের নাগরিকের প্রবেশে বিদ্যমান নিষেধাজ্ঞার মেয়াদ ১৫ই অক্টোবর পর্যন্ত
বর্ধিত করার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকির কারণে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ দফায় দফায়
বাড়াচ্ছে ইতালি। গত ৭ই সেপ্টেম্বর জারি করা দেশটির স্বাস্থ্য বিভাগের আগের নোটিশে নিষেধাজ্ঞা
৭ই সেপ্টেম্বর পর্যন্ত ছিল। রেকর্ড বলছে, এ পর্যন্ত ইতালি সরকার নিষেধাজ্ঞার মেয়াদ
কমপক্ষে ৫ দফা বাড়িয়েছে। প্রত্যেকবারই ঢাকার তরফে ওই নিষেধাজ্ঞা শিথিলে অনুরোধ ছিলো।
কিন্তু বরাবরই পরিস্থিতি বিবেচনায় নিষেধাজ্ঞা বর্ধিতকরণের সিদ্ধান্তের কথা জানায় ইতালি।
জানা গেছে, করোনা মহামারির কারণে দুই মাস বন্ধ থাকার পর গত ১৭ই জুন বাংলাদেশি যাত্রী
নিয়ে ইতালি যায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট। এরপর আরো কয়েকটি চাটার্ড ফ্লাইটে
ইতালি যাওয়া বাংলাদেশিদের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ায় প্রথম দফা নিষেধাজ্ঞা দেয় ইতালির
স্বাস্থ্য বিভাগ।
ই অবস্থায় বাংলাদেশে করোনাভাইরাস পরীক্ষার জাল সার্টিফিকেট নেয়ার বিষয়টি
প্রকাশ হওয়ায় পরিস্থিতি আরো জটিল হয়ে উঠে। জুলাইয়ের শুরুতে দুবাই হয়ে ইতালি যাওয়া কয়েক'শ
বাংলাদেশিকে বিমানবন্দর থেকেই ফিরিয়ে দেয় ইতালিয়ান কর্তৃপক্ষ। পরে বাংলাদেশিদের প্রবেশের
ওপর দফায় দফায় নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ায় দেশটি।
ইতালি থেকে ছুটিতে বা জরুরি কাজে দেশে এসে কয়েক হাজার বাংলাদেশি আটকা পড়েছেন। তাদের
ছুটি বা ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে নতুন করে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ায়
উদ্বিগ্ন হয়ে পড়েছেন যাত্রীরা।
বিশ্বে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর দিকে বিপর্যস্ত হয়ে পড়া ইতালিতে রাষ্ট্রীয় জরুরি
অবস্থা চলছে। যার মেয়াদ আগামী ১৫ই অক্টোবর শেষ হওয়ার কথা রয়েছে।
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণহীন অবস্থায় থাকা এবং সনদ জালিয়াতির ঘটনায় বাংলাদেশিরা দুনিয়াজুড়ে
ভ্রমণ সংক্রান্ত সঙ্কটে পড়েছেন। জাপান, মালয়েশিয়া এবং কুয়েতে বাংলাদেশিরা প্রবেশ করতে
পারছেন না। ইউরোপীয় ইউনিয়ন যে ৫৪টি দেশের ক্ষেত্রে ভিসা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সেই
তালিকায়ও নেই বাংলাদেশের নাম।