আমাজনের ২০ হাজার কর্মী করোনায় আক্রান্ত
আর.এন.এস২৪.নেট
বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স প্ল্যাটফর্ম আমাজন জানায়, মার্চে করোনা ছড়িয়ে পড়ার পর থেকে পরীক্ষায় এ পর্যন্ত তাদের ১৯ হাজার ৮১৬ কর্মীর ফলাফল পজেটিভ এসেছে।
আমাজনের যুক্তরাষ্ট্রে হোল ফুডস মার্কেট গ্রোসারি কর্মীসহ ১৩ লাখ ৭০ হাজার সম্মুখ সারির কর্মী রয়েছে। প্রতিষ্ঠানটি বলছে, আশঙ্কার চেয়ে তাদের সংক্রমণের হার বেশ কম।
সম্প্রতি ওঠা কিছু অভিযোগের প্রেক্ষিতে এ তথ্য দিয়েছে আমাজন। সরবরাহ কেন্দ্রগুলোর কিছু কর্মী বলছে, মহামারি থেকে নিরাপত্তা দিতে অবহেলা করছে কোম্পানি। পাশাপাশি আক্রান্ত কর্মীরা তাদের সহকর্মীদের কাছে বিষয়টি গোপন রাখার অভিযোগ আনে।
সিয়াটল ভিত্তিক কোম্পানিটি জানায়, ৬৫০ টি সাইটে একদিনে ৫০ হাজার কর্মীর টেস্টের পদক্ষেপ নেওয়া হয়েছে।
জন্স হপকিন্স ইউনিভার্সিটির প্রতিবেদন অনুসারে, মোট কর্মীর তুলনায় ১৯ হাজার ৮১৬ জন আক্রান্তের হার অনেকটাই কম। এখন আমাজন বলছে, অঞ্চল ও বয়স ভেদে তারা পরিসংখ্যান যথাসম্ভব সঠিক করার চেষ্টা করছে। জনসংখ্যার হার হিসেবে আক্রান্ত ৩৩ হাজার ৯৫২ হওয়ার কথা।
এর আগে এনবিসির প্রতিবেদনে সংক্রমণকালে শ্রমিকদের নিয়মতান্ত্রিক সুরক্ষা ও স্বচ্ছতার অভাবের কথা বলা হয়।
আমাজন বিবৃতিতে জানায়, বিশ্বমানের পরীক্ষাগার দল তৈরির জন্য কয়েক ডজন ল্যাব টেকনিশিয়ান ও অন্যান্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। এখন দিনে কয়েক হাজার পরীক্ষা হচ্ছে।
মার্চের পর করোনাজনিত কারণে প্রতিষ্ঠানটির কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। ধর্মঘটের কারণে চাকরি থেকে অব্যাহতির ঘটনাও ঘটে।
আমাজন বলছে, বর্তমানে করোনা পজিটিভ কর্মীরা কোয়ারেন্টাইনে আছেন। এ ছাড়া সবার মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হচ্ছে।