Apr 5, 2025

আইএমইআই নম্বর বদল করে পার্শ্ববর্তী দেশ ভারতে পাচার করা হচ্ছে

জিয়াউদ্দীন চৌ: ( জেড সেলিম )

বিশেষ ডিভাইস ব্যবহার করে ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুপমেন্ট আইডেন্টি নাম্বার (আইএমইআই) পরিবর্তন করে চোরাই মোবাইলফোন বিক্রি করে আসছে কয়েকটি সংঘবদ্ধ চক্র। আইএমইআই বদলে এসব ফোনসেট ব্যবহার করছে জঙ্গি ও সন্ত্রাসীরা। এমনকি শীর্ষ একটি মোবাইলফোন সেট তৈরিকারী প্রতিষ্ঠানের কিছু কর্মকর্তাও এতে জড়িত বলে তথ্য পাওয়া গেছে। এতে নিরাপত্তা ঝুঁকি যেমন বাড়ছে, তেমনি অপরাধীদের গ্রেপ্তার করতে বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

 সূত্রমতে, রাজধানীর দু’টি স্থানে বিক্রি হয় চোরাই মোবাইলফোন। শেষ রাতে এসব স্থানে ফোনের হাট বসে। এসব হাট থেকে চোরাই মোবাইলফোন কম দামে কিনে আইএমইআই বদলকারী চক্রের সদস্যরা। পরবর্তীতে আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রি করে তারা। তবে আই ফোনের আইএমইআই পরিবর্তন করতে পারে না চক্রের সদস্যরা। যে ফোনের আইএমইআই পরিবর্তন করা সম্ভব হয় না তা বিদেশে পাচার করে দেয়। সূত্রমতে, গত কয়েক বছরে বিপুল মোবাইলফোন পাচার করা হয়েছে পার্শ্ববর্তী দেশ ভারতে। অবৈধভাবে এসব মোবাইলফোন পাচার করা হয়। এরমধ্যে আই ফোনের সংখ্যা বেশি। এই কোম্পানিটি নিজস্ব উন্নত ব্যবস্থাপনায় ফোনের মাদার বোর্ড তৈরি করে থাকে। যে কারণে অন্য কোনো ডিভাইস দিয়ে ওই আইএমইআই নম্বর পরিবর্তন করার সুযোগ থাকে না। সাতক্ষীরা, যশোর, বেনাপোল সীমান্ত দিয়ে এসব ফোন ভারতে পাঠানো হয়। একইভাবে ভারত থেকে চোরাইফোন প্রায়ই দেশে আসছে। এসব ফোন বিক্রি হচ্ছে রাজধানীর বিভিন্ন দোকানে। বিভিন্নস্থান থেকে চুরি যাওয়া ফোন বিক্রি হয় রাতের আঁধারে। মিরপুরের পল্লবীতে একটি রাতের হাট বসে। সেখানেই বিক্রি হয় এসব ফোন। একইভাবে গুলিস্তানের পাতাল মার্কেট ও মওলানা ভাসানী হকি স্টেডিয়াম মার্কেটে বিক্রি হয় এসব ফোন। গুলিস্তানের পাতাল মার্কেটের কবির টেলিকম, বিসমিল্লাহ টেলিকম, মাসুদ টেলিকম, মওলানা ভাসানী হকি স্টেডিয়াম মার্কেটের আলী স্পোর্টস, সিমলা ইলেক্ট্রনিক, সাকিব ইলেক্ট্রনিক, আজমেরি ইলেক্ট্রনিক্স, আবির ইলেক্ট্রনিক্স, সুমাইয়া টেলিকম, ইলেক্ট্রনিক্স কর্নার, ইলোক কনিক্স কর্নার, আল আমিন ইলেক্ট্রনিক্স, রহমত ইলেক্ট্রনিক্স ও সিটি ইলেক্ট্রনিক্সসহ ওই এলাকার বিভিন্ন দোকানে এসব ফোন বিক্রির প্রমাণ রয়েছে গোয়েন্দাদের হাতে। অতীতে অভিযান চালিয়ে গ্রেপ্তারও করা হয়েছে জড়িতদের।

সম্প্রতি এসব চক্রের ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। আইএমইআই পরিবর্তনের পর স্বল্প দামে সেগুলো বিভিন্ন মাধ্যমে বিক্রি করতো তারা। সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার রাজীব ফরহান জানান, এসব চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তার করার পর চাঞ্চল্যকর তথ্য পেয়েছে সিআইডি। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া ২৬৫টি মোবাইলফোন এবং আইএমইআই পরিবর্তনের কাজে ব্যবহৃত নয়টি ডিভাইস। তাদের দেয়া তথ্যানুসারে, বিভিন্ন জায়গা থেকে স্বল্পদামে চোরাই ফোনগুলো কেনে এই চক্রের হোতা মুরাদ ও লাবলু। তারপর পুলিশের চোখ ফাঁকি দিতে আইএমইআই পরিবর্তনের জন্য সেগুলো দেয়া হয় প্রযুক্তিতে দক্ষ অনিক, বশির ও মালেকের কাছে। গ্রেপ্তারকৃত অন্যরা তাদের সহযোগী বলে জানান তিনি।
অনেক ক্ষেত্রে সরাসরি ছিনতাইকারী ও চোরদের কাছ থেকে ফোন ক্রয় করে আইএমইআই পরিবর্তনকারী চক্রের সদস্যরা। আবার কোনো কোনো ব্যবসায়ীরাও এই চক্রের সদস্যদের কাছ থেকে টাকার বিনিময়ে আইএমইআই পরিবর্তন করে নেন। সাধারণত একটি সেটের আইএমইআই পরিবর্তন করার জন্য ৫শ’ থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত নেয়া হয়। এসব কাজে দামি ফ্ল্যাশ ডিভাইস ব্যবহার করছে তারা। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে জঙ্গি থেকে শুরু করে নানা ধরনের অপরাধে জড়িতরাই এসব মোবাইলফোনের মূল ক্রেতা বলে জানান গোয়েন্দারা। এর ফলে প্রায় সময়ই অপরাধীদের শনাক্ত করতে বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। গত বছরের শেষের দিকে বিষয়টি নজরে আসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। জঙ্গিবাদ, অপহরণ, মাদক, চাঁদাবাজি, গুম ও হত্যাসহ নানা বিষয়ে তদন্ত করতে গিয়ে দেখা গেছে, অনেক ফোনই ট্র্যাকিং করা যাচ্ছে না। ফলে তদন্ত কাজ এগিয়ে নিতে বেগ পেতে হচ্ছিল। পরে দেখা গেছে এসব ঘটনায় ব্যবহৃত মোবাইলের আইএমইআই নম্বর ঠিক নেই। আইএমইআই ১৫ ডিজিটের একটি নম্বর, মোবাইল হ্যান্ডসেট তৈরি করার সময় এর মধ্যে প্রোগ্রাম করা থাকে। এই নম্বরটি মূলত মোবাইল হ্যান্ডসেটটির পরিচয় বহন করে। আইএমইআই নম্বর পরিবর্তনের ফলে এতে ব্যবহৃত ফোন নম্বরটি প্রযুক্তির মাধ্যমে সংগ্রহ করা সম্ভব হয় না। যে কারণে অপরাধীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে নিজেদের আড়ালে রাখতে এ ধরনের সেট ব্যবহার করে থাকে। সূত্রমতে, একটি শীর্ষ মোবাইলসেট কোম্পানির কিছু কর্মকর্তাও
  আইএমইআই বদলকারী চক্রের সঙ্গে জড়িত রয়েছেন। ফোনসেট তৈরিকারী প্রতিষ্ঠান হিসেবে তারা নতুন আইএমইআই নম্বর দিতে পারেন। ওই কোম্পানির কিছু কর্মকর্তা অর্থের বিনিময়ে ঘণ্টা হিসেবে তাদের ব্যবহৃত পাসওয়ার্ড বিপথগামী ওই চক্রের হাতে দিয়ে থাকেন। এর মাধ্যমে ওই কোম্পানির চোরাই সেটগুলো আইএমইআই পরিবর্তন করে নতুন আইএমইআই দেয়া হয়।
এসব বিষয়ে মাল্টি ন্যাশনাল কোম্পানি সাফি কনসালটেন্সি’র লিড সফটওয়্যার ইঞ্জিনিয়ার সুমন চৌধুরী বলেন, অতীতে সিম ক্লোন করা হয়েছে। এখন যদি ফোনসেটের আইএমইআই নম্বর পরিবর্তন করতে পারে, তাহলে অপরাধ সংঘটন করলেও তাদের গ্রেপ্তার করা কঠিন হয়ে যাবে। আইএমইআই পরিবর্তন করার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও ওই ফোনের অবস্থান নির্ণয় করতে পারবে না। একইভাবে ফোন নম্বরটিও জানা যাবে না। এ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে মনে করেন তিনি।

আইএমইআই নম্বর কী?

আইএমইআই বা ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি নম্বর একটি ১৫ ডিজিটের নম্বর, যেটি কোনো মোবাইল হ্যান্ডসেট তৈরি করার সময় এর মধ্যে প্রোগ্রাম করা থাকে। এই নম্বরটি মূলত মোবাইল হ্যান্ডসেটটির পরিচয় বহন করে।এই নম্বরের মাধ্যমে চিহ্নিত করা হয় যে ফোনটি কোন এলাকায় ব্যবহার করা যাবে এবং কোন ফ্যাক্টরিতে এটি তৈরি হয়েছে। এছাড়া আইএমইআই নম্বরের মধ্যেই ফোনটির জন্য একটি স্বতন্ত্র সিরিয়াল নম্বর এবং পুরো নম্বরটি যাচাই করার জন্য একটি সংখ্যা দেয়া থাকে।সাধারণত হ্যান্ডসেট হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে এই আইএমইআই নম্বরের মাধ্যমে হ্যান্ডসেটটির অবস্থান খুঁজে বের করা সম্ভব হয়।এছাড়া নতুন ফোন কেনার সময় ঐ ফোনের আইএমইআই নম্বরের মাধ্যমে জানা যেতে পারে যে ঐ ফোনটি এর আগে কখনো ব্যবহার করা হয়েছে কি না।

যেভাবে ফোনের আইএমইআই নম্বর যাচাই করবেন

আপনার ব্যবহারের হ্যান্ডসেটটি আসল কিনা এবং যেসব উপকরণ ফোনের সাথে সংযুক্ত রয়েছে বলা হয়েছে, আসলেই সেই একই উপকরণ ফোনের সাথে রয়েছে কিনা তা যাচাই করার একটি পদ্ধতি রয়েছে।আপনার ফোনে *#06# ডায়াল করলে আইএমইআই নম্বর দেখাবে। এবার আইএমইআই.ইনফো ওয়েবসাইটে গিয়ে ১৫ ডিজিটের আইএমইআই নম্বরটি বসান এবং 'চেক' বাটনে চাপুন। পরের পেইজে আপনার ফোনের মডেল নম্বর, কোন সালে তৈরি করা হয়েছে, ফোনে কী কী উপকরণ রয়েছে এ সম্পর্কে বিস্তারিত তথ্য আসবে।যদি সেসব তথ্য না আসে তাহলে আপনার ফোনটি নকল বা এর আইএমইআই নম্বর পরিবর্তন করা হয়েছে - এমন হতেও পারে।

RELATED NEWS
চলতি বছর বিক্রি ২৫ কোটি ইউনিটে পৌঁছবে
তারবিহীন ইন্টারনেট সেবা বন্ধ
মেসেঞ্জারের রঙ বদলের কারণ?
চার মডেলে বাজারে আসছে আইফোন ১২
ল্যাপটপ কেনার টিপস
হুয়াওয়ের অনুপস্থিতিতে ক্ষুদ্র প্রতিদ্বন্দ্বী নকিয়ার লাভবান হওয়ার সম্ভাবনা
সিআইআরটির প্রতিবেদন :বাংলাদেশের জন্য চরম হুমকি ৯ ম্যালওয়্যার
আইবিএম দুই ভাগে বিভক্ত হচ্ছে
অ্যাপলের ত্রুটি ধরিয়ে দিয়ে লাখ ডলার আয়
মুনাফায় জায়ান্ট স্যামসাং
ইনফিনিক্সের ‘হট ৯ প্লে’ অনলাইনে বিক্রির রেকর্ড গড়ল
২০ লাখেরও বেশি শিক্ষার্থীরা অনলাইনে শিক্ষার সুযোগ পাবে
সাবহানাজ ফেসবুকে বাংলাদেশ বিষয়ক কর্মকর্তা হিসেবে নিয়োগ
আসছে ১৩ অক্টোবর ‘সুপার ফাস্ট’ আইফোন
হয়রানির কারণে সামাজিক যোগাযোগমাধ্যম বিমুখ হয়ে পড়ছেন নারীরা
আসছে বিশ্বের ‘দ্রুততম’ ইলেকট্রিক প্লেন
আমাজনের ২০ হাজার কর্মী করোনায় আক্রান্ত
ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে ‘জোকার’, সতর্ক করল গুগল
হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সনে নতুন ফিচার
মাস্ক পরা ‘মুচকি হাসির’ ইমোজি আনলো অ্যাপল
হুয়াওয়েকে চিপ সরবরাহে আগ্রহী সনি ও কিওজিয়া
৪৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ফোন আনছে ভিভো
সিনেট কমিটির মুখোমুখি হবেন তিন টেক জায়ান্টের সিইও
অ্যাপ আইকন বানিয়ে ৬ দিনে লাখ ডলার আয়