Apr 4, 2025

ল্যাপটপ কেনার টিপস

আর এন এস২৪.নেট

গত কয়েক বছরে ল্যাপটপের নকশা ও প্রযুক্তিতে অনেক পরিবর্তন এসেছে। এখন সাধ্যের মধ্যে প্রয়োজনীয় ল্যাপটপ বেছে নেয়া অনেকটা কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে। ল্যাপটপ কেনার সময় কিছু বিষয় মাথায় রাখলে সিদ্ধান্ত নেয়া সহজ হতে পারে। সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাজেটে প্রয়োজনীয় ল্যাপটপ কিনতে যে ১০টি বিষয় মাথায় রাখতে হবে ।

র‌্যাম ও মেমোরি: নতুন ল্যাপটপ কেনার ক্ষেত্রে কাজের ধরন অনুযায়ী র‌্যাম ও মেমোরি অপশন বেছে নিতে হবে। সাধারণত আদর্শ ল্যাপটপে ৮ গিগাবাইট র‌্যাম ও ২৫৬ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা থাকলে ভালো হয়। অনেকে সাশ্রয়ী ল্যাপটপ কিনতে চায়। এক্ষেত্রেও ডিভাইসের র‌্যাম কোনো পরিস্থিতিতেই ৪ গিগাবাইটের নিচে হওয়া ঠিক নয়। এখন হাইস্পিড ইন্টারনেটের যুগ। অন্তত ৪ গিগাবাইট র‌্যামের ল্যাপটপ হলে ইন্টারনেট ব্রাউজিং, মুভি দেখা কিংবা ফাইল আদান-প্রদান সহজ হবে।

ডিসপ্লে ও ডিজাইন: ল্যাপটপের ডিসপ্লে এবং ডিজাইন একটি গুরুত্বপূর্ণ বিষয়। ল্যাপটপ কেনার আগে তা কোন ধরনের কাজের জন্য সে অনুযায়ী ডিসপ্লে সাইজ পছন্দ করতে হবে। কারণ ল্যাপটপ সাধারণত পোর্টেবল কম্পিউটিং ডিভাইস হিসেবে বেশি ব্যবহার করা হয়। কাজেই ডিসপ্লে সাইজ খুব বেশি বড় হলে তা বহন করা কষ্টকর হবে। এছাড়া ডিসপ্লের আকারের ওপর নির্ভর করে ল্যাপটপ ডিভাইসের ওজন। তাই প্রয়োজন না হলে তুলনামূলক বড় ডিসপ্লের ল্যাপটপ না কেনাই শ্রেয় হবে।

ট্র্যাকপ্যাডের মান ও অবস্থান: ল্যাপটপের ট্র্যাকপ্যাডের মান ও অবস্থান ভালোভাবে দেখে নিতে হবে। ট্র্যাকপ্যাডের অবস্থান ডিভাইসের কি-বোর্ডের নিচের মাঝ বরাবর হলে সবচেয়ে ভালো হয়। এতে করে ট্র্যাকপ্যাড ব্যবহার করে স্মুথলি ডিভাইসে নানা কমান্ড দেয়া যাবে। লো-এন্ড ল্যাপটপে ট্র্যাকপ্যাড পছন্দ করার সুযোগ খুব কম। তবে হাই-এন্ড ডিভাইসে এখন প্রেসার সেনসেটিভ ও জেসচার সমর্থিত ট্র্যাকপ্যাড এসেছে। কাজেই ব্যবহারকারী পছন্দমতো ট্র্যাকপ্যাড সংবলিত ল্যাপটপ কিনতে পারবেন।

ব্যাকলিট কি-বোর্ড: অনেকেই সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাজেটে ল্যাপটপ কিনতে চান। কিন্তু তুলনামূলক কম দামের ল্যাপটপ ডিভাইসে ব্যাকলিট কি-বোর্ড পাওয়া বেশ কঠিন। ব্যাকলিট কি-বোর্ডের সুবিধা হলো ডিম লাইট বা একেবারে অন্ধকারেও কাজ করা যায়। তবে এ ধরনের কি-বোর্ড সাধারণত হাই-এন্ড তুলনামূলক দামি ল্যাপটপে মিলবে। প্রয়োজন না পড়লে বেশি দাম দিয়ে ব্যাকলিট কি-বোর্ড সংবলিত ল্যাপটপ পছন্দ করার দরকার নেই।

ব্যাটারি: ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ গুরুত্বপূর্ণ একটি বিষয়। একই সঙ্গে খেয়াল রাখতে হবে, ডিভাইসটি ইউএসবি টাইপ-সি চার্জিং সমর্থন করে কিনা। ব্যাটারি সক্ষমতা কম হলেও ইউএসবি টাইপ-সি চার্জিং সমর্থিত হলে খুব দ্রুত ডিভাইস চার্জ করে নেয়ার সুবিধা মিলবে। ল্যাপটপ কেনার সময় খেয়াল রাখতে হবে ডিভাইসটির ব্যাটারি ব্যাকআপ ক্ষমতা যাতে ১০ থেকে ১২ ঘণ্টা হয়।

সূত্র: গ্যাজেটস নাউ


RELATED NEWS
চলতি বছর বিক্রি ২৫ কোটি ইউনিটে পৌঁছবে
তারবিহীন ইন্টারনেট সেবা বন্ধ
আইএমইআই নম্বর বদল করে পার্শ্ববর্তী দেশ ভারতে পাচার করা হচ্ছে
মেসেঞ্জারের রঙ বদলের কারণ?
চার মডেলে বাজারে আসছে আইফোন ১২
হুয়াওয়ের অনুপস্থিতিতে ক্ষুদ্র প্রতিদ্বন্দ্বী নকিয়ার লাভবান হওয়ার সম্ভাবনা
সিআইআরটির প্রতিবেদন :বাংলাদেশের জন্য চরম হুমকি ৯ ম্যালওয়্যার
আইবিএম দুই ভাগে বিভক্ত হচ্ছে
অ্যাপলের ত্রুটি ধরিয়ে দিয়ে লাখ ডলার আয়
মুনাফায় জায়ান্ট স্যামসাং
ইনফিনিক্সের ‘হট ৯ প্লে’ অনলাইনে বিক্রির রেকর্ড গড়ল
২০ লাখেরও বেশি শিক্ষার্থীরা অনলাইনে শিক্ষার সুযোগ পাবে
সাবহানাজ ফেসবুকে বাংলাদেশ বিষয়ক কর্মকর্তা হিসেবে নিয়োগ
আসছে ১৩ অক্টোবর ‘সুপার ফাস্ট’ আইফোন
হয়রানির কারণে সামাজিক যোগাযোগমাধ্যম বিমুখ হয়ে পড়ছেন নারীরা
আসছে বিশ্বের ‘দ্রুততম’ ইলেকট্রিক প্লেন
আমাজনের ২০ হাজার কর্মী করোনায় আক্রান্ত
ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে ‘জোকার’, সতর্ক করল গুগল
হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সনে নতুন ফিচার
মাস্ক পরা ‘মুচকি হাসির’ ইমোজি আনলো অ্যাপল
হুয়াওয়েকে চিপ সরবরাহে আগ্রহী সনি ও কিওজিয়া
৪৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ফোন আনছে ভিভো
সিনেট কমিটির মুখোমুখি হবেন তিন টেক জায়ান্টের সিইও
অ্যাপ আইকন বানিয়ে ৬ দিনে লাখ ডলার আয়