Apr 4, 2025

অন্য মার্কিনিরা এই চিকিৎসা পাবেন না

আর এন এস২৪.নেট

আপনি যদি মার্কিন নাগরিক হন আর করোনায় সংক্রমিত হয়ে থাকেন, তাহলে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যে চিকিৎসা পেয়েছেন সেই একই চিকিৎসা আপনিও প্রত্যাশা করতে পারেন না। এটা সুস্পষ্ট যে, দেশের প্রেসিডেন্ট একটু বাড়তি মনোযোগ পাবেন এবং সর্বোচ্চ সেবা পাবেন। কিন্তু তিনি এমন কিছু চিকিৎসা পেয়েছেন, যা সাধারণ মানুষের জন্য প্রযোজ্য নয় অথবা পর্যাপ্ত নয়। প্রেসিডেন্ট ট্রাম্প যখন তার লাখ লাখ অনুসারীকে ‘করোনায় ভয় পাবেন না’ অভয়বাণী শুনিয়েছেন, তখন এই সত্যটা যেন হারিয়ে গেছে। সোমবার তিনি টুইটে বলেছেন, ২০ বছর আগে আমি যেমন সুস্থ ছিলাম। তার চেয়ে বেশি সুস্থ বোধ করছি। কিন্তু তিনি এ বিষয়টি এতে উল্লেখ করেন নি যে, তিনি যে ওষুধ ও চিকিৎসা সুবিধা পেয়েছেন তা পাওয়ার সুবিধা নেই অন্য মার্কিনিদের।
শুক্রবার রাতে তাকে হাসপাতালে নেয়া হয়েছিল।

এর আগে তাকে রিজেনারনের পরীক্ষামূলক এন্টিবডি থেরাপি দেয়া হয়েছিল। এই থেরাপি করোনা ভাইরাসের লেভেলকে কমিয়ে আনে এবং ২৭৫ জন রোগীর ওপর পরীক্ষায় তা প্রতিশ্রুতিশীল ফল দেখিয়েছে। কিন্তু এই চিকিৎসাকে এখনও যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন (এফডিএ) জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য অনুমোদন দেয় নি। বায়োটেক কোম্পানি রিজেনারন বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের চিকিৎসকদের অনুরোধে তারা ওই ওষুধটি সরবরাহ দিয়েছে। অনলাইন সিএনএনে এসব কথা লিখেছেন সাংবাদিক হোলি ইয়ান।
মায়ো ক্লিনিক বলেছে, বেশির ভাগ মানুষের ক্ষেত্রে অনুমোদনহীন ওষুধ ব্যবহারের এমন অনুরোধ রাখা একটি দীর্ঘ ও চ্যালেঞ্জিং প্রক্রিয়া। এক্ষেত্রে একগাদা চাহিদার তালিকা পূরণ করতে হয় রোগীকে। কিন্তু হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ও ট্রাম্পের এক চিকিৎসকের মতে, ট্রাম্পের করোনা পজেটিভ পাওয়ার ঠিক একদিন পরেই শুক্রবার তাকে ওই থেরাপি দেয়া হয়েছিল। মহামারি বিশেষজ্ঞ ডা. সীমা ইয়াসমিন বলেন, অবশ্যই তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। জরুরি চিকিৎসার ক্ষেত্রে তিনি ওইসব এন্টিবডি পেতে পারেন, যদি তা অনুমোদিত হোক বা না হোক। কিন্তু গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রে মারা গেছেন দুই লাখ ১০ হাজারের মতো মার্কিনি। তাদের বিষয়ে তেমন সাড়া মেলেনি এবং অবশ্যই তারা এই ধরনের চিকিৎসা পাননি।
ট্রাম্প এক্ষেত্রে যে সুবিধা পেয়েছেন, তিনি শুধু সেটা দিয়েই যুক্তরাষ্ট্রে লাখ লাখ আক্রান্ত মানুষের সঙ্গে নিজেকে তুলনা করেছেন। পরীক্ষামুলক এন্টিবডি থেরাপিতে ট্রাম্পকে আরো দেয়া হয়েছিল রেমডিসিভির এবং ডেক্সামেথাসন। জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির মেডিসিন বিষয়ক প্রফেসর ড. জোনাথন রেইনার বলেন, এই গ্রহে প্রেসিডেন্ট ট্রাম্পই হয়তো একমাত্র রোগী, যিনি এসব ওষুধের একটি সমন্বিত চিকিৎসা পেয়েছেন। জরুরিভিত্তিতে রেমডিসিভির ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছে। ক্লিনিক্যাল পরীক্ষায় দেখা গেছে, রেমডিসিভিরের ৫ দিনের কোর্স অনেক রোগীর সুস্থ হওয়ার গতি ত্বরান্বিত করেছে। রেমডিসিভির দেয়া হয় আইভি পদ্ধতিতে। তাই কাউকে ৫ দিনের কোর্সের এই ওষুধটি নিতে হলে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়।
কিন্তু ট্রাম্পকে তার এই কোর্স শেষ হওয়ার আগেই সোমবার বাসায় ফিরতে অনুমোদন দিয়েছেন চিকিৎসকরা। অন্য মার্কিনিদের মতো তিনি নন। তার জন্য হোয়াইট হাউজে আছে হোয়াইট হাউজ মেডিকেল ইউনিট। তার চিকিৎসক ডা. সিন কোনলি বলেছেন, সেখানে সার্বক্ষণিকভাবে ট্রাম্পকে বিশ্বমানের সেবা দেয়া হবে ।

সিএনএনের রিপোর্ট


RELATED NEWS
বৃটিশ বিজ্ঞানী: করোনা ভাইরাস সিজনাল ফ্লুর মতো থেকে যেতে পারে
রক্তের গ্রুপ কভিডের ঝুঁকি হ্রাস-বৃদ্ধিতে ভূমিকা রাখছে
হাসপাতাল ছাড়ার দীর্ঘ সময় পরও করোনার লক্ষণ বিদ্যমান
করোনা মহামারি: ফ্রান্সে মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাদের বাড়িতে পুলিশের অভিযান
যুক্তরাষ্ট্রজুড়ে করোনা ভাইরাসের বিস্তার ঘটাতে দেয়া ‘বোকামি’ ও ‘বিপজ্জনক’
ব্যাংকনোট, মোবাইল, স্টিলের ওপর করোনা ভাইরাস জীবিত থাকে ২৮ দিন
মন্ত্রিসভায় অনুমোদন: ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড
ভ্যাকসিন কি আদৌ করোনা ভাইরাসকে নির্মূল করতে পারছে?
করোনার টিকা: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশার বাণী
দেশে ২৪ ঘণ্টায় আরো ৩৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৫০০, সুস্থ হয়েছেন ১, ৭৯৮ জন
নারীর দেহে 'বিভি' রোগ ছড়ায় যে কারনে: গবেষণা
যে লক্ষণগুলোতে বুঝতে পারবেন করোনা এসে চলে গেল
গবেষণায় চাঞ্চল্যকর তথ্য:মহিলারা মেনোপজ নিয়ন্ত্রণে রাখতে, গাঁজায় আসক্ত হচ্ছে
চিকিৎসায় তিন বিজ্ঞানী নোবেল পেলেন
ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের জিনতাত্ত্বিকদের চাঞ্চল্য তথ্য: বাংলাদেশিদের শরীরে বিশেষ জিন
দৃষ্টিহীনতার আর একটি কারণ স্যানিটাইজারে মিথানলের উপস্থিতি
স্যানিটাইজার ব্যবহারের সঠিক নিয়ম জানেন তো?
মাস্ক ব্যবহারে বাড়ছে মাড়ি ও দাঁতের সমস্যা
আইবিএসের ব্যথা উপশম করবে মাকড়সার বিষ
করোনার নমুনা পরীক্ষা করাতে গিয়ে ছিদ্র হয়ে গেল মগজের পর্দা!
মৃত্যু কমেছে ,বৈশ্বিক সংক্রমণ বেড়েছে,: ডব্লিউএইচও
আইসোলেশনে শারিরীক প্রতিক্রিয়া
রাশিয়ান টিকা ‘স্পুটনিক ফাইভ’ নিরাপদ ও কার্যকর’
ডব্লিউএইচও :মৌসুমি সংক্রমণ ব্যাধিতে পরিণত হতে পারে করোনা