Jul 5, 2025

বৃটিশ বিজ্ঞানী: করোনা ভাইরাস সিজনাল ফ্লুর মতো থেকে যেতে পারে

আর এন এস২৪.নেট

করোনা ভাইরাস নিয়ে উদ্বেগজনক এক হুঁশিয়ারি দিয়েছেন বৃটিশ সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা স্যার প্যাট্রিক ভ্যালেন্স। তিনি বলেছেন, করোনার টিকা এলেও এই ভাইরাসকে পুরোপুরি বন্ধ করা যাবে বলে মনে হয় না। অন্য সব সিজনাল ফ্লুর মতো থেকে যেতে পারে এই ভাইরাস। তিনি জয়েন্ট কমন্স এন্ড লর্ডস ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি কমিটির কাছে তথ্যপ্রমাণ দিয়ে এসব কথা বলেছেন। এ খবর দিয়ে লন্ডনের অনলাইন ডেইলি মিরর বলছে, টিকা আবিষ্কার নিয়ে সারাবিশ্বে বিজ্ঞানী এবং সংশ্লিষ্টদের মধ্যে শুরু হয়েছে এক তীব্র প্রতিযোগিতা।

কোন টিকা প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি পাবে তা নিয়ে সারাবিশ্বে প্রতিযোগিতা চলছে এগিয়ে থাকা কয়েকটি টিকার মধ্যে। এর মধ্যে আছে অক্সফোর্ড ইউনিভার্সিটি ও এস্ট্রাজেনেকার টিকা, চীনের সিনোভাকের টিকা, মার্কিন প্রতিষ্ঠান ফাইজারের টিকা, জনসন এন্ড জনসনের টিকা প্রভৃতি। স্বীকৃতি পাওয়ার সঙ্গে সঙ্গে যাতে সর্বসাধারণের মাঝে ছড়িয়ে দেয়া যায় সেজন্য এরই মধ্যে আগেভাগেই টিকা উৎপাদন করে রাখছে কোনো কোনো কোম্পানি।

এর মধ্যে মার্কিন প্রতিষ্ঠান ফাইজারের বেলজিয়ামের পুরস-এ অবস্থিত কারখানায় প্রস্তুত করা হয়েছে লাখ লাখ ডোজ টিকা। ক্লিনিক্যাল পরীক্ষায় তাদের টিকা সফল প্রমাণিত হলেই তা ব্যবহার করা হবে।

এর অর্থ হলো করোনা ভাইরাসের টিকা ইস্যুতে প্রতিদ্বন্দ্বীদের চেয়ে একধাপ এগিয়ে থাকছে ফাইজার। তবে স্যার প্যাট্রিক ভ্যালেন্স সতর্ক করেছেন। তিনি বলেছেন, আগামী বসন্তের আগে ব্যাপকভিত্তিতে টিকার ব্যবহার হবে না বলে মনে হচ্ছে। জয়েন্ট কমন্স এবং লর্ডস ন্যাশনাল সিকিউরিটি স্ট্রাটেজি কমিটিতে তিনি বলেছেন, টিকা এলেও কোভিড-১৯ একেবারে বন্ধ করা যাবে না। স্যার প্যাট্রিক বলেন, একমাত্র গুটিবসন্তকে টিকা দিয়ে একেবারে নির্মূল করা গেছে। কিন্তু করোনা ভাইরাসকে একেবারে নির্মূল করা যাবে বলে মনে হয় না।

এটি অন্য সব মৌসুমি ফ্লুর মতো থেকে যেতে পারে। তার ভাষায়, টিকা দিয়ে এই ভাইরাসকে একেবারে নিষ্ক্রিয় করা যাবে বলে মনে হয় না। তবে আগামী দু’এক মাসে বিষয়টি পরিষ্কার হবে যে, আমাদেরকে সুরক্ষিত রাখতে কোনো টিকা আসে কিনা। এলেও তা কতদিন আমাদেরকে সুরক্ষিত রাখবে তা জানা যাবে। এরই মধ্যে বেশ কিছু সম্ভাব্য টিকা রোগ প্রতিরোধে ভাল সাড়া দিয়েছে। তবে তৃতীয় পর্যায়ে, অত্যাধুনিক পর্যায়ে যে পরীক্ষা চলছে, তা থেকে ইঙ্গিত মিলবে যে, এই টিকা সংক্রমণ থেকে রক্ষা করতে পারবে কিনা।

উল্লেখ্য, ফাইজার আশা করছে তারা ১০ কোটি ডোজ টিকা উৎপাদন করবে এ বছর। সেখান থেকে ৪ কোটি যাবে বৃটেনে। যেসব রোগী এই টিকা নেবেন, তাদেরকে দ্বিতীয় ডোজ নিতে হবে। সাধারণত টিকা তৈরি করতে তার আগে পরীক্ষা চালাতে হয় অনেক বছর ধরে। তারপর সেই পরীক্ষার ওপর ভিত্তি করে স্বীকৃতি দেয়া হয়। কিন্তু এবার করোনা ভাইরাস বিশ্বকে যেভাবে তছনছ করে দিয়েছে, তাতে দ্রুত গতিতে একটি টিকা আনার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন বিজ্ঞানীরা।

বর্তমানে মানুষের শরীরে ক্লিনিক্যাল পরীক্ষা চলছে কমপক্ষে ৪০টি টিকার। অন্য ১৫৬টি টিকা রয়েছে ক্লিনিক্যাল পরীক্ষার আগের স্তুরে। তৃতীয় পর্যায়ের পরীক্ষায় এগিয়ে আছে যুক্তরাষ্ট্র-জার্মানির সহযোগিতায় পরিচালিত বায়োএনটেক এবং ফাইজারের টিকা, অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং এস্ট্রাজেনেকার টিকা, যুক্তরাষ্ট্রের বায়োপ্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান মডার্নার টিকা, যুক্তরাষ্ট্রভিত্তিক জনসন এন্ড জনসনের টিকা, চীনের সিনোফার্মা এবং সিনোভ্যাকের টিকা।

RELATED NEWS
রক্তের গ্রুপ কভিডের ঝুঁকি হ্রাস-বৃদ্ধিতে ভূমিকা রাখছে
হাসপাতাল ছাড়ার দীর্ঘ সময় পরও করোনার লক্ষণ বিদ্যমান
করোনা মহামারি: ফ্রান্সে মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাদের বাড়িতে পুলিশের অভিযান
যুক্তরাষ্ট্রজুড়ে করোনা ভাইরাসের বিস্তার ঘটাতে দেয়া ‘বোকামি’ ও ‘বিপজ্জনক’
ব্যাংকনোট, মোবাইল, স্টিলের ওপর করোনা ভাইরাস জীবিত থাকে ২৮ দিন
মন্ত্রিসভায় অনুমোদন: ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড
ভ্যাকসিন কি আদৌ করোনা ভাইরাসকে নির্মূল করতে পারছে?
করোনার টিকা: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশার বাণী
দেশে ২৪ ঘণ্টায় আরো ৩৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৫০০, সুস্থ হয়েছেন ১, ৭৯৮ জন
নারীর দেহে 'বিভি' রোগ ছড়ায় যে কারনে: গবেষণা
যে লক্ষণগুলোতে বুঝতে পারবেন করোনা এসে চলে গেল
অন্য মার্কিনিরা এই চিকিৎসা পাবেন না
গবেষণায় চাঞ্চল্যকর তথ্য:মহিলারা মেনোপজ নিয়ন্ত্রণে রাখতে, গাঁজায় আসক্ত হচ্ছে
চিকিৎসায় তিন বিজ্ঞানী নোবেল পেলেন
ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের জিনতাত্ত্বিকদের চাঞ্চল্য তথ্য: বাংলাদেশিদের শরীরে বিশেষ জিন
দৃষ্টিহীনতার আর একটি কারণ স্যানিটাইজারে মিথানলের উপস্থিতি
স্যানিটাইজার ব্যবহারের সঠিক নিয়ম জানেন তো?
মাস্ক ব্যবহারে বাড়ছে মাড়ি ও দাঁতের সমস্যা
আইবিএসের ব্যথা উপশম করবে মাকড়সার বিষ
করোনার নমুনা পরীক্ষা করাতে গিয়ে ছিদ্র হয়ে গেল মগজের পর্দা!
মৃত্যু কমেছে ,বৈশ্বিক সংক্রমণ বেড়েছে,: ডব্লিউএইচও
আইসোলেশনে শারিরীক প্রতিক্রিয়া
রাশিয়ান টিকা ‘স্পুটনিক ফাইভ’ নিরাপদ ও কার্যকর’
ডব্লিউএইচও :মৌসুমি সংক্রমণ ব্যাধিতে পরিণত হতে পারে করোনা