হাসপাতাল ছাড়ার দীর্ঘ সময় পরও করোনার লক্ষণ বিদ্যমান
আন্তর্জাতিক ডেস্ক
অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষণা
হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়ার পরও দীর্ঘ সময় পর্যন্ত করোনার লক্ষণ ধরা পড়েছে ছাড়পত্র নিয়ে বাসায় চলে যাওয়া রোগীদের মধ্যে। বৃটেনের অভিজাত অক্সফোর্ড ইউনিভার্সিটির এক গবেষণার প্রাথমিক রিপোর্টে এ কথা বলা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, হাসপাতাল থেকে চলে যাওয়ার পরও রোগীদের মধ্যে দীর্ঘ সময় পরে শ্বাসকষ্ট, অবসন্নতা, উদ্বিগ্ন ও হতাশা বিদ্যমান। বিপুল পরিমাণ রোগীর মধ্যে দুই থেকে তিন মাস পরেও এমন লক্ষণ দেখা গেছে। এ ছাড়া বিজ্ঞানীরা মাল্টিপল অর্গান বা বহু অঙ্গে অস্বাভাবিকতা শনাক্ত করেছেন। ইউনিভার্সিটির এক বিবৃতিতে বলা হয়েছে, এর ফলে বিজ্ঞানীরা মনে করছেন, করোনায় আক্রান্তদের মধ্যে দীর্ঘমেয়াদী প্রদাহ একটি ফ্যাক্টর হয়ে থাকতে পারে।