Apr 4, 2025

রক্তের গ্রুপ কভিডের ঝুঁকি হ্রাস-বৃদ্ধিতে ভূমিকা রাখছে

অনলাইন ডেস্ক

এ সপ্তাহে প্রকাশিত হওয়া দুটি গবেষণা বলছে, যাদের রক্তের গ্রুপ ‘ও’ তাদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম। এমনকি আক্রান্ত যদি হয়েও যায়, সেটি মারাত্মক রূপ ধারণ করার আশঙ্কা কম। আরো একটি নতুন গবেষণায় দেখা গেছে, কভিড-১৯-এ আক্রান্ত রোগীদের মাঝে যাদের রক্তের গ্রুপ ‘ও’ কিংবা ‘বি’, তারা আইসিইউতে ‘এ’ এবং ‘এবি’ গ্রুপের চেয়ে কম সময় অতিবাহিত করে। পাশাপাশি ‘ও’ এবং ‘বি’ গ্রুপধারীদের ভেন্টিলেটরের প্রয়োজনীয়তা কম এবং তাদের কিডনি ফেইলিউরের আশঙ্কাও কম।

নতুন এ অনুসন্ধানগুলো ‘ও’ গ্রুপের রক্ত নিয়ে করা আগের গবেষণায় প্রাপ্ত অনুসন্ধানগুলোর সঙ্গে সাদৃশ্যপূর্ণ। নতুন দুটি গবেষণা একই সঙ্গে গত বুধবার প্রকাশিত হয়েছে ‘ব্লাড অ্যাডভান্স’ নামক জার্নালে। একটি গবেষণা সম্পন্ন হয়েছে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মাঝে ভ্যানকুভারের হাসপাতালগুলোতে। যেখানে মারাত্মকভাবে অসুস্থ ৯৫ জন রোগীকে পর্যবেক্ষণ করা হয়।

গবেষকরা দেখেছেন ‘ও’ কিংবা ‘বি’ গ্রুপের রোগীরা সাধারণত গড়ে ৪.৫ দিন আইসিইউতে কাটায়, যা কিনা ‘এ’ কিংবা ‘এবি’ গ্রুপধারীদের চেয়ে কম। যাদের রক্তের গ্রুপ ‘এ’ কিংবা ‘এবি’ তাদের গড়ে ১৩.৫ দিন আইসিইউতে কাটাতে দেখা গেছে। তবে গবেষকরা রক্তের গ্রুপ এবং রোগীদের হাসপাতালে কাটানো সময়ের মাঝে কোনো ধরনের যোগসূত্র দেখতে পাননি।

অবশ্য গবেষকদের হিসাব অনুযায়ী, ‘ও’ কিংবা ‘বি’ গ্রুপের রোগীদের ক্ষেত্রে ৬১ শতাংশের ভেন্টিলেটরের প্রয়োজন হয়েছিল, যেখানে ‘এ’ কিংবা ‘এবি’ গ্রুপধারীদের মাঝে ৮৪ শতাংশের ভেন্টিলেটরের প্রয়োজন পড়েছিল। এমনকি এই দুই গ্রুপের মাঝে অনেক ক্ষেত্রে কিডনির ডায়ালাইসিসের প্রয়োজন পড়েছিল।

গবেষণাপত্রে বলা হয়, কভিড-১৯-এর কারণে এ গ্রুপের (‘এ’ কিংবা ‘বি’ রক্তের গ্রুপ) অঙ্গহানি কিংবা অকার্যকর হওয়ার ঝুঁকি ‘ও’ কিংবা ‘বি’-এর চেয়ে তুলনামূলকভাবে বেশি।

জুন মাসে করা একটি গবেষণায়ও একই ধরনের সংযুক্তি দেখা গিয়েছিল। স্পেন ও ইতালির রোগীদের মাঝে যাদের রক্তের গ্রুপ ‘ও’, তাদের অন্য রক্তের গ্রুপের রোগীদের তুলনায় করোনাভাইরাসে মারাত্মকভাবে সংক্রমিত হওয়ার ঝুঁকি ৫০ শতাংশ পর্যন্ত হ্রাস পায়।

নতুন গবেষণার দ্বিতীয়টিতে দেখা গেছে, যাদের রক্তের গ্রুপ ‘ও’ তাদের করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার ঝুঁকি বাকি যেকোনো গ্রুপের চেয়ে কম। এ দলটি নেদারল্যান্ডসের পাঁচ লাখ মানুষকে পরীক্ষা করেছে যারা কিনা ফেব্রুয়ারির শেষ দিক থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত টেস্ট করিয়েছিল। যেখানে ৪ হাজার ৬০০ জনের পজিটিভ ফল এসেছিল। তাদের মাঝে কেবল ৩৮.৪ শতাংশের রক্তের গ্রুপ ছিল ‘ও’ পজিটিভ। গবেষকরা বলেন, যাদের রক্তের গ্রুপ ‘ও’ তারা উল্লেখযোগ্যভাবে কভিড-১৯-এ আক্রান্ত হওয়ার জন্য কম সংবেদনশীল।

সায়েন্স অ্যালার্ট


RELATED NEWS
বৃটিশ বিজ্ঞানী: করোনা ভাইরাস সিজনাল ফ্লুর মতো থেকে যেতে পারে
হাসপাতাল ছাড়ার দীর্ঘ সময় পরও করোনার লক্ষণ বিদ্যমান
করোনা মহামারি: ফ্রান্সে মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাদের বাড়িতে পুলিশের অভিযান
যুক্তরাষ্ট্রজুড়ে করোনা ভাইরাসের বিস্তার ঘটাতে দেয়া ‘বোকামি’ ও ‘বিপজ্জনক’
ব্যাংকনোট, মোবাইল, স্টিলের ওপর করোনা ভাইরাস জীবিত থাকে ২৮ দিন
মন্ত্রিসভায় অনুমোদন: ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড
ভ্যাকসিন কি আদৌ করোনা ভাইরাসকে নির্মূল করতে পারছে?
করোনার টিকা: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশার বাণী
দেশে ২৪ ঘণ্টায় আরো ৩৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৫০০, সুস্থ হয়েছেন ১, ৭৯৮ জন
নারীর দেহে 'বিভি' রোগ ছড়ায় যে কারনে: গবেষণা
যে লক্ষণগুলোতে বুঝতে পারবেন করোনা এসে চলে গেল
অন্য মার্কিনিরা এই চিকিৎসা পাবেন না
গবেষণায় চাঞ্চল্যকর তথ্য:মহিলারা মেনোপজ নিয়ন্ত্রণে রাখতে, গাঁজায় আসক্ত হচ্ছে
চিকিৎসায় তিন বিজ্ঞানী নোবেল পেলেন
ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের জিনতাত্ত্বিকদের চাঞ্চল্য তথ্য: বাংলাদেশিদের শরীরে বিশেষ জিন
দৃষ্টিহীনতার আর একটি কারণ স্যানিটাইজারে মিথানলের উপস্থিতি
স্যানিটাইজার ব্যবহারের সঠিক নিয়ম জানেন তো?
মাস্ক ব্যবহারে বাড়ছে মাড়ি ও দাঁতের সমস্যা
আইবিএসের ব্যথা উপশম করবে মাকড়সার বিষ
করোনার নমুনা পরীক্ষা করাতে গিয়ে ছিদ্র হয়ে গেল মগজের পর্দা!
মৃত্যু কমেছে ,বৈশ্বিক সংক্রমণ বেড়েছে,: ডব্লিউএইচও
আইসোলেশনে শারিরীক প্রতিক্রিয়া
রাশিয়ান টিকা ‘স্পুটনিক ফাইভ’ নিরাপদ ও কার্যকর’
ডব্লিউএইচও :মৌসুমি সংক্রমণ ব্যাধিতে পরিণত হতে পারে করোনা