যুক্তরাজ্যের ৭৪ শতাংশ ফার্ম অফিস স্পেস কমানোর চিন্তা করছে
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বরে করা সিবিআই/পিডব্লিউসি আর্থিক পরিষেবার জরিপে দেখা গেছে, ৭৪ শতাংশ সংস্থা বিশেষ করে ব্যাংক ও বীমা সংস্থাগুলো অফিসের জায়গা ভিন্নভাবে ব্যবহার করা কিংবা এটা হ্রাস করার আশা করছে।
যুক্তরাজ্যের প্রায় তিন-চতুর্থাংশ সিটি সংস্থা তাদের অফিস স্পেস কমিয়ে আনার চিন্তা করছে। নতুন একটি গবেষণা বলছে, করোনাভাইরাস মহমারীতে বাড়িতে বসে কাজ করার প্রবণতা তৈরি হওয়ায় অফিসগুলো তাদের সত্যিকার অর্থে কতটা অফিসের জায়গা প্রয়োজন, তা বিবেচনা করছে।
জরিপে অংশ নেয়া ১৩৩টি আর্থিক পরিষেবা সংস্থার প্রায় ৮৮ শতাংশ বলেছে, কভিড-১৯ মহামারীর ফলে দূর থেকে কাজ করার বিষয়ে বড় পরিবর্তন দেখা দিয়েছে। সমীক্ষায় অংশ নেয়া প্রায় অর্ধেক সংস্থা বলেছে, তাদের ৯০ শতাংশেরও বেশি কর্মী সম্ভবত অফিসে না এসেও তাদের কাজটি করতে পারেন।
লয়েডস ব্যাংকিং গ্রুপ, বার্কলেস ও মেট্রো ব্যাংকের মতো সংস্থার প্রয়োজনীয় কর্মী হিসেবে বিবেচিত শাখা কর্মীরা চলমান সংকটজুড়ে অফিসে যাওয়া অব্যাহত রেখেছে। তবে ব্যাংকের বিশালসংখ্যক কর্মী কভিড-১৯ প্রাদুর্ভাবের সময় বাড়িতে থেকে কাজ করেছে। ক্রোডার্সের মতো আর্থিক সংস্থাগুলো কর্মীদের বলেছে, স্বাস্থ্য জরুরি অবস্থা পেরিয়ে যাওয়ার পরও তাদের পূর্ণ সময়ের অফিসে আসতে হবে না।
তবে জেপি মরগানের মতো কয়েকটি বড় ব্যাংক যুবক কর্মীদের পরামর্শের অভাব এবং সোমবার ও শুক্রবার উৎপাদনশীলতায় সামান্য হ্রাসসহ বাড়ি থেকে কাজের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তবে ওয়াল স্ট্রিট লেন্ডার এখনো তাদের প্রায় ২ লাখ ৫৭ হাজার কর্মীর ৩০ শতাংশ ভবিষ্যতে দূর থেকে কাজ করবে বলে প্রত্যাশা করছে। এছাড়া প্রায় ৭১ শতাংশ সংস্থা দূরবর্তী কাজকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এখন তাদের আইটি সিস্টেমে বিনিয়োগ করছে।
দ্য গার্ডিয়ান