৩ সপ্তাহ বিলম্বিত হবে ইংল্যান্ডে জিসিএসই, এ-লেভেল পরীক্ষার কিছু বিষয়
আর এন এস২৪.নেট
আগামী গ্রীষ্মে ইংল্যান্ডে জিসিএসই এবং এ-লেভেল পরীক্ষা যথারীতি নেয়া হবে। তবে বেশির ভাগ পরীক্ষা তিন সপ্তাহ বিলম্বিত করা হবে। বৃটিশ শিক্ষামন্ত্রী গাভিন উইলিয়াম এ ঘোষণা দিয়ে বলেছেন, বিলম্বিত করার ফলে করোনা ভাইরাসের কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় যে ক্ষতি হয়েছে তা পূরণ করার জন্য এবং প্রস্তুতি নেয়ার জন্য তারা পর্যাপ্ত সময় পাবে। তিনি বলেন, আমরা জানি একজন শিক্ষার্থীর সক্ষমতা পরিমাপের সর্বোত্তম পন্থা হলো পরীক্ষা। তারা কি জানে এবং কি পারে তা প্রদর্শনের জন্য আগামী গ্রীষ্মে তরুণ, কিশোরদেরকে সেই সুযোগ দেবো আমরা। এ খবর দিয়েছে অনলাইন স্কাই নিউজ। এতে বলা হয়, জিসিএসই’র ইংরেজি এবং গণিত পরীক্ষা নেয়া হবে মে মাসের হাফ টার্মের আগে। বাকি বিষয়গুলোর মূল পরীক্ষা শুরু হবে ৭ই জুন এবং তা চলবে ২রা জুলাই পর্যন্ত।
অন্যদিকে এএস এবং এ লেভেলের অল্প সংখ্যক শিক্ষার্থীর পরীক্ষা নেয়া হবে হাফ-টার্মের আগে। এ লেভেলের রেজাল্ট প্রকাশ করা হবে ২৪ শে আগস্ট। ২৭শে আগস্ট প্রকাশ করা হবে জিসিএসই’র ফল।