লন্ডনের হ্যাকনিতে প্রকাশ্যে গুলি,আহত-৩: রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত চলছে
আর এন এস২৪.নেট
ব্রিটেনের লন্ডন শহরে ছুরিকাঘাতের ৪ দিনের মাথায় প্রকাশ্যে গুলি করা হয়েছে।
আহত অবস্থায় তিনজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবৃদ্ধ একজনের অবস্থা আশষ্কাজনক।
পুলিশ ঘটনাস্থ কর্ডন করে রেখেছে। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত সাড়ে ৯ টার সময় হ্যাকনি
মিডলটন রোডে। তবে পুলিশ এখনও কাউকে প্রেপ্তার করতে পারেনী। স্কাই নিউজ জানিয়েছে এ ঘটনায়
তদন্ত শুরু করেছে মেট্রোপলিটন পুলিশ। তদন্তের সহায়তার জন্য প্রত্যক্ষদর্শীদের হেল্পলাইনে
ফোন করতে অনুরোধ জানিয়েছে।
উল্লেখ্য,গত শুক্রবার দিবাগত রাত ৭ টায় পূর্ব লন্ডনের নিউহাম রয়েল ডক এলাকায় উডম্যান
চুরিকাঘাতের ঘটনায় ১৫ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২৫ বছর বয়সী একজন ১৭ বছর বয়সী একজন ও ২৪ বছর বয়সী একজনকে আটক করা হয়।পরে ২৪ বছর বয়সী একজনকে ছেড়ে দিলেও এঘটনায় রহস্য উদঘাটনের জন্য পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।