Apr 4, 2025

ইসলামী অর্থায়নে ব্রিটিশ সরকারের ব্যার্থতা

আন্তর্জতিক ডেস্ক

ইসলামী অর্থায়ন খাতকে গতিশীল করার যে প্রতিশ্রুতি ব্রিটিশ সরকার দিয়েছিল, তারা তা রক্ষা করতে ব্যর্থ হয়েছে। ইসলামিক ফিন্যান্স কাউন্সিল এ অভিযোগ করেছে। কাউন্সিল বলেছে, লন্ডনের বেশকিছু আইকনিক প্রকল্পে অর্থায়নের ক্ষেত্রে ইসলামিক ফিন্যান্স মেকানিজম ব্যবহার করা হয়েছে। সে অর্থে ব্রিটেনে ইসলামী অর্থায়নের ব্যাপক সম্ভাবনা রয়েছে। কিন্তু সরকারের যথাযথ উদ্যোগের অভাবে এ সম্ভাবনা অনেকাংশেই কাজে লাগানো যায়নি। খবর অ্যারাবিয়ান বিজনেস।

ইসলামিক ফিন্যান্স কাউন্সিল ইউকের (আইএফসিইউকে) পরামর্শক পর্ষদের সদস্য ওমর শেখ বলেছেন, যুক্তরাজ্যের ইসলামিক ফিন্যান্স মার্কেটের আকারটা বেশ বড়প্রায় ১ হাজার ৯০০ কোটি ডলারের। বর্তমানে এ বাজারকে বেশকিছু চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হচ্ছে। এর মধ্যে একটি হলো ভোক্তা পর্যায়ে সচেতনতার অভাব। এছাড়া সরকারের প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থতা ও পর্যাপ্ত বিধিবিধানের অভাবও এ খাতের অগ্রসরতায় প্রতিবন্ধকতা তৈরি করছে বলে ওমর শেখ মনে করেন।

অ্যারাবিয়ান বিজনেসকে দেয়া সাক্ষাত্কারে ওমর শেখ বলেন, ‘সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছিলেন, প্রত্যেক সরকারের উচিত হবে ইসলামিক ফিন্যান্স লোনের বিষয়টি বিবেচনা করা। সে কারণে বর্তমান সরকারের উচিত হবে সাবেক সরকারের প্রতিশ্রুতি অনুধাবন করে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা। ব্যাংক অব ইংল্যান্ডকেও ইসলামিক ফিন্যান্সের জন্য একটি লিকুইডিটি টুল তৈরি করতে হবে যেন এই অর্থায়ন ব্যবস্থা পরিচালনার জন্য একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়।’

২০১৩ সালের অক্টোবরে তত্কালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ঘোষণা দিয়েছিলেন, ইসলামিক ফিন্যান্স মার্কেটে একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করবে তার দেশ। ওই সময় তিনি বলেছিলেন, দুবাইয়ের মতো লন্ডনকেও বৈশ্বিক ইসলামী অর্থায়ন বাজারের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা হবে।

বর্তমানে লন্ডনে ২০টির বেশি আন্তর্জাতিক ব্যাংক রয়েছে, যেগুলো ইসলামী অর্থায়ন কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে পাঁচটি ব্যাংক সম্পূর্ণরূপে ইসলামী শরিয়াহ ভিত্তিতে পরিচালিত হচ্ছে। এছাড়া লন্ডনে ২০টির বেশি আইনি পরামর্শক প্রতিষ্ঠান রয়েছে, যারা বৈশ্বিক ও স্থানীয় বাজারের জন্য ইসলামী অর্থায়নসংশ্লিষ্ট আইনি সেবা দিয়ে যাচ্ছে।

এখন পর্যন্ত লন্ডনে বেশ কয়েকটি আইকনিক প্রকল্পে ইসলামিক ফিন্যান্স মেকানিজম ব্যবহার করে অর্থায়ন করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে দ্য শার্ড, অলিম্পিক ভিলেজ, চেলসি ব্যারাক পুনর্নির্মাণ, ব্যাটারসি পাওয়ার স্টেশন ইত্যাদি। বতর্মানে যুক্তরাজ্যে ইসলামী অর্থায়ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সংখ্যা যুক্তরাষ্ট্রের তুলনায় দ্বিগুণ। তবে এ খাতে আরো অনেক কিছু করার বাকি রয়েছে বলে ওমর শেখ মনে করেন।

ব্রেক্সিটের ফলে যুক্তরাজ্যে বিদ্যমান ইসলামিক ফিন্যান্স রেগুলেশনের বাধা-বিপত্তিগুলো দূর করার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করেন ওমর শেখ। তিনি বলেন, ‘এর আগে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আইনকানুনের শিকলে বাঁধা ছিলাম। এখন এ সমস্যা দূর হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।’

চলতি বছরের শেষের দিকে দ্বিতীয়বারের মতো সার্বভৌম সুকুক বা ইসলামী বন্ড বিক্রি করতে যাচ্ছে যুক্তরাজ্য। এ লক্ষ্যে একটি সিন্ডিকেট গঠনের জন্য ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। ওমর শেখ এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

উল্লেখ্য, পশ্চিমা বিশ্বের মধ্যে প্রথম দেশ হিসেবে ২০১৪ সালে সুকুক ইস্যু করে যুক্তরাজ্য। এর মাধ্যমে পাঁচ বছরের চুক্তিতে ২০ কোটি পাউন্ড (২৬ কোটি ডলার) তহবিল সংগ্রহ করা হয়। ওই সুকুকে সাবস্ক্রিবশনের জন্য ১০ গুণ বেশি আবেদন জমা পড়েছিল।

অ্যারাবিয়ান বিজনেস রিপোর্ট


RELATED NEWS
বৃটেনের সঙ্গে সীমান্ত বন্ধের আহবান : আরনদ ফোন্টানেত
বৃটেনের এক বিলিয়ন ডলার অনুদান
বৃটেনে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে
বৃটেনে করোনায় মৃতদের দাফন ও কবরস্থান সংকটে হৃদয়বিদারক পরিস্থিতি
ভ্যাকসিন নিয়েছেন বৃটেনের রাণী
লন্ডনে মুসল্লিরা নামাজ পড়তে পারেননি
লন্ডন মেয়র সাদিক খান :করোনার ভয়াবহতাকে ‘মেজর ইনসিডেন্ট’ ঘোষণা
বৃটিশ সরকারের সতর্কতা ও নির্দেশনা
'টিয়ার ৫' লকডাউন জারি হতে পারে ইংল্যান্ডে
নতুন ধরনের করোভাইরাস সম্পর্কে যা জানা যাচ্ছে : আবার কঠোর লকডাউন
বৃটেনের ক্ষুধার্ত শিশুদের খাওয়ানোর উদ্যোগ নিয়েছে ইউনিসেফ
লন্ডনের হ্যাকনিতে প্রকাশ্যে গুলি,আহত-৩: রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত চলছে
ভাইরাস ক্রমাগত বৃদ্ধির ফলে লন্ডনে শিক্ষার্থীদের করোনা পরীক্ষা হবে
বিখ্যাত ব্যাক্তি গড়ার কারখানা
হোম অফিসের গোঁপন নথি ফাঁস: আশ্রয় প্রার্থীদের দ্বীপে পাঠানোর প্রস্তাব
গুড বাই বরিস জনসন, কে এই বিতর্কিত জনসন
আজ থেকে লন্ডনসহ বিভিন্ন শহরে টিয়ার-২
প্রথমবারের মতো বাইরে এলেন রানী এলিজাবেথ
করোনা নিয়ন্ত্রণে বৃটেনে নতুন করে কড়াকড়ি আরোপ
ব্রিটেনে তিন বছরে সর্বোচ্চে বেকারত্ব
করোনা: দ্বিতীয় সংক্রমণ বিপজ্জনক
নতুন করে তদন্ত হবে বৃটেনের এপিপিজি’র বিরুদ্ধে
নটিংহ্যামকে উচ্চ ঝুঁকির ক্যাটেগরিতে রাখা হয়েছে
৩ সপ্তাহ বিলম্বিত হবে ইংল্যান্ডে জিসিএসই, এ-লেভেল পরীক্ষার কিছু বিষয়
যু্ক্তরাজ্যে ৩ স্তরবিশিষ্ট লকডাউন ঘোষণা হতে পারে
যুক্তরাজ্যের অর্থনৈতিক পুনরুদ্ধার ধীর হওয়ার পূর্বাভাস
শতবর্ষী দবিরুল পেলেন বৃটেনের রানীর “অর্ডার অফ দ্যা বৃটিশ এমপ্যায়ার “পদক
গবেষণা :বৃটেনে ৮০ শতাংশ উপসর্গহীন করোনয় আক্রান্ত
নিউ হোপ গ্লোবাল বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর প্রকল্প নিয়ে কাজ করবে
নথি ফাঁস: বৃটেনে নভেম্বরেই ভ্যাকসিন মিলবে
বৃটেনের উত্তর-পূর্বাঞ্চলে করোনায় আক্রান্ত আরো ১৮০০ শিক্ষার্থী
গ্রাম ও উপকূলীয় এলাকায় বাড়ি খুঁজছেন ব্রিটেনের ক্রেতারা
যুক্তরাজ্যের ৭৪ শতাংশ ফার্ম অফিস স্পেস কমানোর চিন্তা করছে
জুবের ইশা ও মোহসিন ইশা বৃটেনের সফল দুই ব্যবসায়ী
বৃটিশ প্রধানমন্ত্রীর বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ৩৪ কোটি পাউন্ড অনুদানের ঘোষণা