অর্থনৈতিক পুনরুদ্ধারে স্পেন ৮ লাখ কর্মসংস্থান তৈরি করবে
অনলাইন ডেস্ক
নভেল করোনাভাইরাস সংক্রমণ আবার বাড়ছে। একই সঙ্গে অর্থনীতিতেও ফের স্থবিরতা নেমে আসার আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে শ্রমবাজারের সুরক্ষায় আট লাখের বেশি কর্মসংস্থান তৈরির পরিকল্পনা করছে স্পেন সরকার। আর এ কাজে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছ থেকে পাওয়া সহায়তা তহবিল ব্যবহার করবে তারা। বুধবার এ পরিকল্পনা প্রকাশ করেছে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকার। খবর এএফপি।
স্পেনের অর্থনীতি অনেকটাই পর্যটননির্ভর। আর করোনার আঘাতে এ খাত চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে জাতীয় অর্থনীতিও চলে এসেছে খাদের কিনারায়। মঙ্গলবার এক প্রতিবেদনে সরকার আশঙ্কা প্রকাশ করেছে, চলতি বছর দেশটির জিডিপি ১১ দশমিক ২ শতাংশ সংকুচিত হতে পারে, যেখানে মে মাসের পূর্বাভাসে ৯ দশমিক ২ শতাংশ সংকোচনের আশঙ্কার কথা জানানো হয়েছিল।
প্রতিবেদনে আরো জানানো হয়েছে, চলতি বছর ইউরো অঞ্চলের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে বেকারত্বের হার ১৭ দশমিক ১ শতাংশে গিয়ে দাঁড়াতে পারে, আগের বছর যা ছিল ১৪ দশমিক ১ শতাংশ। ২০২১ সালে বেকারত্বের হার কিছুটা কমলেও তা ১৬ দশমিক ৯ শতাংশ থাকতে পারে বলে অনুমান করছে সরকার।
এই চাপের মুখে থাকা অর্থনীতিকে কিছুটা চাঙ্গা করার লক্ষ্যে আগামী তিন বছরের মধ্যে আট লাখের বেশি কর্মসংস্থান তৈরির পরিকল্পনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। করোনা মোকাবেলায় সদস্য রাষ্ট্রগুলোর জন্য যে ৭৫ হাজার কোটি ইউরোর পুনরুদ্ধার প্যাকেজের ঘোষণা দিয়েছে ইইউ, তা থেকে ১৪ হাজার কোটি ইউরো পাবে স্পেন। কর্মসংস্থান তৈরির কাজে এই প্রণোদনার অর্থই ব্যবহার করা হবে।
১৪ হাজার কোটি ইউরোর মধ্যে প্রথম দফায় ৭ হাজার ২০০ কোটি ইউরো পাবে স্পেন, যা ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে এমন সব প্রকল্পে ব্যয় করা হবে, যেগুলোয় আট লাখের বেশি মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে। প্রণোদনার বাকি অর্থ ২০২৬ সাল নাগাদ পাবে স্পেন।