অর্থনীতিতে নোবেল পুরস্কার জিতে নিলেন আমেরিকার দুই অর্থনীতিবিদ
সম্পাদনা:জিয়াউদ্দীন চৌ: ( জেড সেলিম )
কোনও পণ্যের নিলাম চলাকালীন কী ভাবে দরের ওঠা নির্ভর করে? নিলামে অংশগ্রহণকারীদের আরচণই বা কেমন থাকে? কোন পণ্য দরদাতাদের কী ভাবেই বা আকর্ষণ করে? দীর্ঘ গবেষণা আর নিখুঁত যুক্তির উপস্থাপনায় সেই তত্ত্বের হদিস দিয়ে এ বারের অর্থনীতির নোবেল পুরস্কার জিতে নিলেন আমেরিকার দুই অর্থনীতিবিদ, পল আর মিলগ্রোম এবং রবার্ট বি উইলসন।
‘সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেস’ সোমবার জানিয়েছে, শুধু নিলামের তত্ত্ব ও কার্যপদ্ধতি ব্যাখ্যাই নয় নোবেল জয়ী দুই অর্থনীতিবিদ নিলামের মাধ্যমে পণ্য-বিপণনের বিকল্প পদ্ধতিও আবিষ্কার করেছেন।
এই দুই অর্থনীতিবিদ সোনার মেডেল ছাড়াও নয় লাখ ৩২ হাজার ইউরো পাবেন।
দু’জনেই ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত।
অর্থনীতিবিদ মিলগ্রোম স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মানবতা ও বিজ্ঞান বিভাগের ‘শিরলি এবং লিওনার্ড এলি অধ্যাপক’ পদে ১৯৮৭ সাল নিযুক্ত ছিলেন। তাঁর সহকারী উইলসন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়েরই ‘এমেরিটাস অ্যাডামস অধ্যাপক’।
মিলগ্রোম ১৯৪৮ সালের ২০ শে এপ্রিল যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটে জন্মগ্রহণ করেন। অন্যদিকে উইলসনের জন্ম যুক্তরাষ্ট্রে ১৯৩৭ সালে।
এর আগে গত সোমবার (০৫ অক্টোবর) নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়।চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার জিতেছেন হার্ভে জে অল্টার, মাইকেল হুটন ও চার্লেস এম রাইচ।মঙ্গলবার (০৬ অক্টোবর) পদার্থবিদ্যায়, যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের রজার পেনরোস, মার্কিন পদার্থবিদ আন্দ্রিয়া ঘেজ ও জার্মান জ্যোতির্বিদ রেইনহার্ড গেঞ্জেল।বুধবার (০৭ অক্টোবর) রসায়নশাস্ত্রে ফরাসি বিজ্ঞানী ইমানুয়েল কার্পেন্টার ও মার্কিন বিজ্ঞানী জেনিফার এ ডৌডানা।বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সাহিত্যে, আমেরিকান কবি লুইস গ্লাক।শুক্রবার (০৯ অক্টোবর) শান্তিতে, শান্তিতে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি),
অর্থনীতিতে নোবেল ঘোষণার মাধ্যমে শেষ হচ্ছে এবারের নোবেল পুরস্কারের পর্ব।
২০১৯ সালে অর্থনীতিতে নোবেল জিতেছিলেন তিন অর্থনীতিবিদ। তারা হলেন- অভিজিৎ ব্যানার্জি, এস্তার দুফলো ও মাইকেল ক্রেমার। তাদের মধ্যে অভিজিৎ ব্যানার্জি ভারতীয় বংশোদ্ভূত বাঙালি।
১৯৬৯ সালে জান টিনবার্গেন ও রাঙ্গার ফ্রিস হল অর্থনীতিতে প্রথম নোবেল বিজয়ী। অর্থনৈতিক পদ্ধতিসমূহে তাদের গতি তত্ত্ব প্রয়োগ করা ও উন্নতি করার জন্য তাদের এই সম্মানে ভূষিত করা হয়।
জিএইচ/এসজি(এপি, রয়টার্স)