ইউরোপের দুই দেশ জরুরি অবস্থা দিতে যাচ্ছে
আন্তর্জাতিক ডেস্ক
করোনা ভাইরাস মহামারির কারণে চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া এ সপ্তাহে দেশে জরুরি অবস্থা জারি করতে যাচ্ছে। বেশির ভাগ বড় ইভেন্ট আগামীকাল বুধবার থেকে নিষিদ্ধ করেছে স্লোভাকিয়া। চেক স্বাস্থ্যমন্ত্রী রোমান প্রিমুলা জরুরি অবস্থা সম্পর্কিত প্রস্তাব আজ মঙ্গলবার মন্ত্রীপরিষদে উত্থাপন করবেন। ইউরোপে বর্তমানে যেসব দেশে সবচেয়ে বেশি সংক্রমণের হার, তার মধ্যে অন্যতম চেক প্রজাতন্ত্র। তবে কয়েক দিনে সেখানে এই হার কিছুটা কমেছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ওদিকে করোনা মহামারির কারণে লকডাউন দেয়ার পর প্রথমবারের মতো মেইন শিফ ৬ নামের একটি প্রমোদতরী গ্রিসের জলসীমায় প্রবেশ করেছে। তা পৌঁছেছে পিরাউস বন্দরে।
সেখানে এর আরোহীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছিল। এর আগে ১২ ক্রুর শরীরে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া যায়। এর ৯২২ জন যাত্রীকে জাহাজে উঠার আগে করোনা নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হয়নি। ওদিকে যে ক্রুদের শরীরে করোনা পজেটিভ ধরা পড়েছিল, তাদের আবার নেগেটিভ পাওয়া গেছে পরীক্ষায়। নেদারল্যান্ডের বড় বড় শহরে মাস্ক পরতে আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার রাত ১০ টা থেকে ক্যাফে ও রেস্তোরাঁ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।