পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ২০ জনের প্রানহানী
আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের ওয়াজিরিস্তান ও বেলুচিস্তানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
এতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২০ জন। নিহতদের মধ্যে রয়েছে দেশটির নিরাপত্তা বাহিনীর
বেশ কয়েকজন সদস্যও। বুধবার ওয়াজিরিস্তানে ও বৃহস্পতিবার বেলুচিস্তানে এসব সন্ত্রাসী
হামলা হয়। এ খবর দিয়েছে আল-জাজিরা ও ডন।
খবরে বলা হয়, পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে বুধবার ভয়াবহ হামলা চালায় জঙ্গিরা। এতে
ব্যবহার করা হয় ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি। ঘটনাস্থলেই ৬ সেনাসদস্য
নিহত হন যার মধ্যে রয়েছেন একজন ক্যাপ্টেনও। এদিকে এরপরদিনই হামলা হয় বেলুচিস্তানের
ওরমারা এলাকায়।
দেশটির সবথেকে বড় শহর করাচিমুখি প্রধান সড়কের একটি গাড়িবহরে এ হামলা চালানো হয়। এতে নিহত হয় অন্তত ১৪ জন। নিহতের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য। উভয় ঘটনাতেই বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।