Apr 7, 2025

বিশ্বের শ্রেষ্ঠ বিমানবন্দরে ভয়াবহ সময় সামনে অপেক্ষা করছে

অনলাইন ডেস্ক

সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর নিজেই একটি হলিডে ডেস্টিনেশন। সিঙ্গাপুর ঘোরার সময় আপনার হাতে না থাকলেও, এয়ারপোর্টে বসেই আপনি দিব্যি আরাম করতে পারেন। বিশ্বের সেরা বিমাবন্দরের তকমা পেয়েছে চাঙ্গি। কী রয়েছে এই বিমানবন্দরে।

‘বিশ্বের শ্রেষ্ঠ’ বিমানবন্দরে আরো দীর্ঘস্থায়ী সঙ্কটের হুঁশিয়ারি দেয়া হয়েছে। সিঙ্গাপুরের চ্যাঙ্গি বিমানবন্দরকে নিয়মিতভাবে ভোটে বিশ্বের শ্রেষ্ঠ বিমানবন্দরের খেতাব দেয়া হয়েছে। সেখানে আরো ভয়াবহ সময় সামনে অপেক্ষা করছে বলে সতর্ক করা হয়েছে। কারণ, করোনার প্রভাব প্রশমিত হওয়ার কোন লক্ষণই দেখা যাচ্ছে না। এই বিমানবন্দরকে এশিয়ায় ট্রানজিটের প্রাণকেন্দ্র হিসেবে দেখা হয়। এখান দিয়ে ৬ কোটি থেকে ৭ কোটি যাত্রী আসা যাওয়া করেন। কিন্তু ইতিহাসে এ যাবতকালের মধ্যে ফ্লাইট সংখ্যা সেখানে সর্বনিম্ন স্তরে নামিয়ে আনা হয়েছে। ফলে দুটি টার্মিনালের কর্মকান্ড স্থগিত করা হয়েছে।

এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে আরো বলা হয়েছে, একই সঙ্গে কমপক্ষে দু’বছর ধরে সেখানে পঞ্চম টার্মিনালের নিমাণকাজ স্থগিত রাখা হয়েছে। ওদিকে চ্যাঙ্গি এয়ারপোর্ট গ্রুপ তার বার্ষিক প্রতিবেদনে বলেছে, কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াই সবেমাত্র শুরু হয়েছে। পরিস্থিতি প্রশমিত হওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। ফলে ভবিষ্যত আরো ভয়াবহ হতে পারে।

যে কারনে সিঙ্গাপুরের চ্যাঙ্গি বিমানবন্দর বিশ্বের সেরা এয়ারপোর্ট

১. ছাদেই রয়েছে পুল: একের পর পর বিমান উড়ে যাচ্ছে, বিমানবন্দরের ছাদে বসে এই দৃশ্য দেখুন। তাও আবার সুইমিং পুলের জলে পা ডুবিয়ে।

২. অর্কিডের বাগান: টার্মিনাল ২-এর অর্কিডের বাগানে দেখা মিলবে সিঙ্গাপুরের জাতীয় ফুলের।

৩. চারতলা স্লাইড: বিমানবন্দরের অন্দরেই রয়েছে চারতলা স্লাইড। যেখানে একবার ঢুকলে আপনি প্রতি সেকেন্ডে ৬ মিটার করে নিচে নামতে থাকবেন।

৪. বিনামূল্যে ফুট ম্যাসাজ: বিমানবন্দরে বসে বোর হচ্ছেন? তাহলে  এক কাজ করুন, ফুট ম্যাসাজ নিন। এক্কেবারে বিনামূল্যে। তাও আবার বিলাসবহুল চেয়ারে বসে।

৫. সেলফি তুলতে রয়েছে সোশ্যাল ট্রি: একটি দৈতাকৃতির স্ক্রিনে প্রতিনিয়ত দেখানো হচ্ছে বিমানবন্দরে আগত যাত্রীদের সেলফি-পোস্ট।

৬. ছোটদের খেলাঘর: ছোট ছেলেমেয়েদের জন্য এখানে রয়েছে প্লেরুম।

৭. শপিং করুন প্রাণভরে: চাঙ্গি বিমানবন্দরে রয়েছে বিশ্বের সমস্ত বড় বড় ব্র্যান্ডের শো-রুম।

৮. জিভে জল আনা খাবার: চাঙ্গিতে রয়েছে এমন সব খাবারের মেনু যা দেখলেই আপনার জিভে জল আসবে।

৯. বাটারফ্লাই গার্ডেন: কয়েকশো প্রজাতির প্রজাপতিদের নিয়ে তৈরি হয়েছে চাঙ্গির বাটারফ্লাই গার্ডেন।

১০. সিনেমা দেখুন নিখরচায়: ফ্লাইট লেট? আপনার জন্য এই বিমানবন্দরে রয়েছে ২৪ ঘণ্টার সিনেমা হল। সবথেকে খুশির খবর, আপনাকে সিনেমা দেখার জন্য এক পয়সাও খরচ করতে হবে না।


RELATED NEWS