Apr 4, 2025

থাই প্রধানমন্ত্রী:জরুরি অবস্থা উপেক্ষাকারীদের বিরুদ্ধে কঠোরতার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

জরুরি অবস্থা উপেক্ষা করে বিক্ষোভ করেছেন থাইল্যান্ডের বিক্ষুব্ধ জনতা। শুক্রবার দিবাগত রাতে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এরপরই বিক্ষোভকারীদের বিরুদ্ধে দমনপীড়ন কঠোর করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা। অন্যদিকে টানা চতুর্থ দিনের মতো আজ শনিবার বিক্ষোভ করার পরিকল্পনা রয়েছে বিরোধী দলীয় নেতাকর্মীদের। ব্লুমবার্গকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে নিউ স্ট্রেইটস টাইমস। এতে বলা হয়, রাজার ক্ষমতা খর্ব করা এবং প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানী ব্যাংককে বিক্ষোভ তীব্র করে তুলেছেন বিক্ষোভকারীরা। সাম্প্রতিক সময়ে এত বিশাল বিক্ষোভ দেখা যায়নি। অন্যদিকে প্রধানমন্ত্রী প্রায়ুত চান-ওচা পদত্যাগে অস্বীকৃতি জানিয়েছেন।

পাল্টা তিনি ব্যাংককে জারি করেছেন জরুরি অবস্থা। শুক্রবার বিক্ষোভকারীরা সেই জরুরি অবস্থা ভঙ্গ করে রাজধানী ব্যাংককের একটি ব্যস্ত ক্রসিং পয়েন্টে বিক্ষোভ করেন। এতে যোগ দেন কয়েক হাজার বিক্ষোভকারী। পুলিশ এ সময় তাদেরকে লাঠিচার্জ করে হটিয়ে দেয়ার চেষ্টা করে। উচ্চ চাপের জলকামান দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে। গ্রেপ্তার করা হয় সাতজনকে।

প্রধানমন্ত্রী সরকারকে জরুরি অবস্থার আইন কঠোরভাবে প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন। প্রশাসনিক মুখপাত্র অনুচা বুরাপাছাইশ্রী এক বিবৃতিতে বলেছেন, জরুরি অবস্থার আইন কঠোরভাবে প্রয়োগের নির্দেশ দিলেও সব কর্মকর্তাকে সহিংসতা পরিহার করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, থাইল্যান্ড একটি রাজতান্ত্রিক দেশ। সেখানে রাজাকে দেখা হয় সর্বোচ্চ সম্মানীত ব্যক্তি হিসেবে। রাজা যে ক্ষমতা ভোগ করেন, তা সংস্কারের দাবি তুলেছেন বিক্ষোভকারীরা। এ ছাড়া তারা অধিকতর গণতন্ত্রের দাবি তুলেছেন। থাইল্যান্ডে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে রাজপরিবারের সমালোচনা নিষিদ্ধ। কিন্তু সেই ধারা ভঙ্গ করেছেন বিক্ষোভকারীরা। তারা ওইসব আইন নিয়ে প্রশ্ন তুলেছেন, যে আইন রাজতন্ত্র নিয়ে আলোচনার গলা টিপে ধরে। এমন অবস্থায় শুক্রবার রাতে টেলিভিশনে বক্তব্য দিয়েছেন রাজা মাহা ভাজিরালংকর্ন। তাতে তিনি বলেছেন, দেশে সেইসব মানুষ প্রয়োজন, যারা দেশকে ভালবাসেন। দেশে সেই সব মানুষ প্রয়োজন, যারা রাজতন্ত্রের প্রতিষ্ঠানকে ভালবাসেন। এ সময় রাজার পাশে ছিলেন রানী সুথিদা বজরাসুধা বিমালালাকশানা। এখানে উল্লেখ্য,
  সপ্তাহের শুরুতে বিক্ষোভকারীদের পাশ দিয়ে যাচ্ছিল রাণী সুথিদার মোটর বহর। এ সময় বিক্ষোভকারীরা ‘আমাদের ট্যাক্স (কোথায়)’ বলে স্লোগান দিতে থাকেন। একই সঙ্গে তারা তিন আঙ্গুল দিয়ে তাকে স্যালুট দিতে থাকেন। উল্লেখ্য, বিক্ষোভের চিহ্ন হিসেবে তিন আঙ্গুল প্রদর্শন করা হয়। তারা প্রধানমন্ত্রী প্রায়ুত চান-ওচার পদত্যাগ দাবি করেন এবং সংবিধান নতুন করে লেখার দাবি তুলেছেন। কারণ এই সংবিধানের খসড়া করেছিল সেনাবাহিনী নিযুক্ত প্যানেল। ২০১৪ সালে রক্তপাতহীন এক অভ্যুত্থানে সাবেক সেনা প্রধান প্রায়ুত চান-ওচা ক্ষমতা দখলের পর ওই সংবিধান লেখান তিনি। অধিকারকর্মীরা বলছেন, ওই সংবিধান প্রায়ুত চান-ওচাকে ২০১৯ সালের নির্বাচনের পর ক্ষমতা ফিরে পাওয়ার পথ করে দিয়েছে।

ওদিকে প্রধানমন্ত্রী শুক্রবার সাফ জানিয়ে দিয়েছেন তিনি পদত্যাগ করবেন না। তিনি বৃহস্পতিবার ঘোষণা দেন যে, এই জরুরি অবস্থা ৩০ দিন পর্যন্ত বহাল থাকবে। যদি অবস্থার উন্নতি হয় তাহলে এই সময় কমে আসতে পারে। বুধবার রাতে হাজারো বিক্ষুব্ধ জনতা পুলিশ লাইন ও প্রধানমন্ত্রী প্রায়ুত চান-ওচার অফিস ঘেরাও করে। এরপর থেকেই ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রতিবাদী জনতা তাদের মধ্যে যোগাযোগ অব্যাহত রেখেছে। গত সপ্তাহে কমপক্ষে ৫০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে থাই লয়ার্স ফর হিউম্যান রাইটস। পুলিশ বলেছে, ৫ বা তারো অধিক মানুষের একত্রিত হওয়া নিষিদ্ধ রয়েছে জরুরি অবস্থায়। এই নিয়ম যারাই ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে গ্রেপ্তার করা নেতাকর্মীদের শুক্রবার মুক্তি দাবি করা হয়েছে বিক্ষোভ থেকে এবং বিক্ষোভে জনগণকে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

নিউ স্ট্রেইটস টাইমসের প্রতিবেদন


RELATED NEWS
করোনাভাইরাসের নতুন আরেকটি ধরণ শনাক্ত হয়েছে জাপানে
করোনায় মারা গেলেন পোপের ব্যক্তিগত চিকিৎসক ফ্যাব্রিজিও সকোরসি
নজিরবিহীন তুষারপাত স্পেনে
ভিসা নিষেধাজ্ঞা তুলে নিলো পাকিস্তান
ইতিহাসের সাক্ষী:পম্পেই নগরীতে ২ হাজার বছরের প্রাচীন রেস্তোরাঁর সন্ধান
করোনার উৎস সন্ধানে চীনের উহান শহর সফর করবেন ১০ জন বিজ্ঞানীর একটি আন্তর্জাতিক দল
করোনা: স্টকহোমে ৯৯ ভাগ আইসিইউ বেড রোগীতে পূর্ণ
করোনায় বিশ্বে প্রায় ৫০০ সাংবাদিকের মৃত্যু
আফগানিস্তানে নারী সাংবাদিককে গুলি করে হত্যা
ভিসামুক্ত আরব ইসরাইল
কোভিড ১৯: আমরা কোন পথে
পাকিস্তানে ইমরান খানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ
৪ কোটি ছাড়িয়ে গেল আক্রান্তের সংখ্যা, ৩২ দিনে এক কোটি সংক্রমিত
ইতালিতে লকডাউনে কঠোরতা
করোনার দ্বিতীয় ঢেউ, যেমন আছে ইউরোপ
সুইডিশদের মহামারি মোকাবিলার শিক্ষার কৌশল
ইউরোপের বিভিন্ন দেশে বিধিনিষেধ, ফ্রান্সের শহরে শহরে কারফিউ
আবারো প্রধানমন্ত্রী জাসিন্দা
মহানবী (স.) কে নিয়ে ব্যঙ্গচিত্র, ফ্রান্সে শিক্ষকের শিরশ্ছেদ, হামলাকারী নিহত
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ২০ জনের প্রানহানী
সিজনাল জব ভিসায় ইতালিতে স্থায়ী হওয়ার সুযোগ
মালয়েশিয়ার রাজা সাংবাদিকদের বার্গার খাওয়ালেন
চীন-ইরান সম্পর্ক উপমহাদেশের ভূরাজনীতিতে গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠছে
চলতি বছর বিশ্ব খাদ্য কর্মসূচি শান্তিতে নোবেল পেয়েছে
ফিনল্যান্ডে একদিনের প্রধানমন্ত্রী ১৬ বছরের তরুণী আভা মার্টো
টোকিওতে চীন বিরোধী জোট: "‘কোয়াড সংলাপের বৈঠক"’
বিশ্বের শ্রেষ্ঠ বিমানবন্দরে ভয়াবহ সময় সামনে অপেক্ষা করছে
বিশ্বের যত নেতা করোনা আক্রান্ত হয়েছেন
রাশিয়ান সম্পাদকের আত্মহত্যা
নেপালি পুরোহিতের হুঁশিয়ারি
চীন—বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে চীনের শুল্কমুক্ত সুবিধা
দুঃখ প্রকাশ করে রেহাই পেলেন বৃটিশ প্রধানমন্ত্রীর পিতা স্ট্যানলে জনসন
কোয়ারেন্টিনে ট্রাম্প দম্পওি
প্যারিসে সোমবার থেকে সর্বোচ্চ করোনা এলার্ট দেয়া হতে পারে
ইতালিতে দীর্ঘ হচ্ছে জরুরি অবস্থা, কঠোর লকডাউনে মাদ্রিদ
মার্কিন নির্বাচনের আগে করোনার ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা নেই: মডার্না থেরাপিউটিকস
আমি নিজেও গাঁজা সেবন করেছি: জাসিন্দা আরডেন
মশার কামড়ে করোনা ছড়ায় না, যে জিন থাকলে করোনার ঝুঁকি ৬০ ভাগ বেশি।
যুদ্ধবিরোধী বিক্ষোভ থেকে মিয়ানমারে এবিএফএসইউ-এর১৪ শিক্ষার্থী গ্রেপ্তার
বাংলাদেশিসহ শ’ শ’ অভিবাসী বসনিয়ার জঙ্গলে জঙ্গলে ঘুরছে
ইউরোপে নতুন করে করোনা সংক্রমণ
নেপালের সরকার জানেনা অথচ, টিকা কিনতে রাশিয়ার সঙ্গে চুক্তি
৬ কোটিরও বেশি মানুষ ভারতে করোনায় আক্রান্ত!
কুয়েতের আমির শেখ সাবাহ যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন
ইউরোপের দুই দেশ জরুরি অবস্থা দিতে যাচ্ছে
আন্তোনিও গুতেরেস:১০ লাখ মৃত্যু ‘মর্মান্তিক মাইলফলক’