দীপিকা-শ্রদ্ধা-সারা”র জবানবন্দী
বিনোদন ডেস্ক
বলিউডের মাদককান্ড প্রতিদিন নিত্যনতুন সব তথ্য সামনে এনে দিচ্ছে। গত শনিবার মুম্বাইয়ে নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবির) জেরার মুখে বলিউডের তিন সুপারস্টার নায়িকা দীপিকা পাড়ুকোন, সারা আলী খান ও শ্রদ্ধা কাপুর মাদক ও সুশান্ত সিং রাজপুতের ব্যাপারে অনেক গোপন কথাই স্বীকার করেছেন। এ জেরার পর দীপিকা, সারা ও শ্রদ্ধার মুঠোফোন জব্দ করেছে এনসিবি।
এনসিবির দপ্তরে সবার আগে হাজির হয়েছিলেন দীপিকা পাড়ুকোন। তাকে সাড়ে পাঁচ ঘণ্টা জেরা করা হয়। জানা গেছে, জেরার প্রায় পুরোটা সময় অঝরে কাঁদতে থাকেন এই সুপারস্টার। জেরার একাধিক প্রশ্নের জবাব দেননি দীপিকা। তাই এই জেরায় সন্তুষ্ট নয় এনসিবি। তবে হোয়াটসঅ্যাপে তার ম্যানেজার কারিশমা প্রকাশের সঙ্গে চ্যাটের কথা স্বীকার করলেও মাদক নেওয়া আর মাদক কেনার কথা তিনি পুরোপুরি অস্বীকার করেছেন। কিন্তু এনসিবি দীপিকার সঙ্গে মাদকযোগের হদিস পেয়েছে। ঘটনা ২০১৭ সালের ২৮ অক্টোবরের। ওইদিন মুম্বইয়ের কমলা মিলসের নামি কোকো পাবের এক হ্যালোউইন পার্টিতে হাজির হন দীপিকা। ওই পার্টিতে হাজির হওয়ার আগেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজের ম্যানেজার কারিশমা প্রকাশের কাছে মাদকের খোঁজ করেন তিনি। সে পার্টিতে দীপিকার সঙ্গে হাজির হন সোনাক্ষী সিনহা, সিদ্ধার্থ মালহোত্রা ও আদিত্য রয় কাপুর। তাই আবার হয়তো এই নায়িকাকে জেরা করা হতে পারে।
দীপিকার পর এনসিবির দপ্তরে আসেন শ্রদ্ধা কাপুর। তাকে প্রায় ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। তখন রীতিমতো ভেঙে পড়েছিলেন শ্রদ্ধা। এই নায়িকা জানিয়েছেন, স্বাস্থ্যগত জটিলতার কারণে (স্নায়ুর চাপ কমাতে) সিবিডি তেল নিতেন। এই তেলে গাজার মিশ্রণ রয়েছে। এও জানান, তিনি একবারই সুশান্তের ফার্ম হাউসে গিয়েছিলেন ‘ছিছোরে’ ছবির সাফল্য উদযাপনের পার্টিতে। তবে সেখানে তিনি কোনো ধরনের মাদক নেননি। পার্টিতে শুধু মদ পরিবেশন করা হয়েছিল। তবে শ্রদ্ধা স্বীকার করেছেন, সুশান্তকে ভ্যানিটি ভ্যানে মাদক সেবন করতে দেখেছেন তিনি।
এদিকে এনসিবি সারা আলী খানকেও দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করেছে। সারা মাদক সেবনের কথা অস্বীকার করেছেন। তবে ধূমপানের কথা স্বীকার করেছেন তিনি। রিয়া, শ্রদ্ধার মতো সারারও দাবি, সুশান্ত মাদক সেবন করতেন। সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী জানিয়েছিলেন, ‘কেদারনাথ’ ছবির শ্যুটিংয়ের সময় সারা আলী খান চড়া মাত্রায় মাদক নিয়েছিলেন। সারা সে অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলেছেন। সারা আরও জানান, এ ছবির সেট থেকেই সুশান্তের সঙ্গে তার পরিচয়। তিনি সুশান্তের সঙ্গে ‘লিভ ইন’ সম্পর্কে ছিলেন এবং দুজনে একসঙ্গে বিদেশ ভ্রমণে গিয়েছিলেন, সে কথাও মেনে নিয়েছেন। এনসিবি সারার বয়ান লিখিতরূপে সংগ্রহ করেছে।
মেয়ের এমন পরিস্থিতিতে চিন্তিত হয়ে পড়েছেন বাবা সাইফ আলী খান। জানা গেছে, সারাকে নিয়ে আলাদা করে আইনজীবীদের সঙ্গে আলোচনা করছেন সাইফ। এমনকি জেরার মুখে পড়ার আগেই মেয়ের জন্য আইনি পরামর্শও নিয়েছেন সাইফ। মেয়েকে প্রস্তুত করেই পাঠিয়েছেন তদন্ত কমিটির কাছে।
মজার বিষয় হলো, ড্রাগ চ্যাটে নাম থাকায় শ্রদ্ধা কাপুরকে জেরা করেছে এনসিবি। আর সুশান্তের মৃত্যুর ঘটনা নিয়ে তৈরি সিনেমা ‘ন্যায়: দ্য জাস্টিস’-এ এনসিবি অফিসারের চরিত্রে অভিনয় করছেন তার বাবা বরেণ্য অভিনেতা শক্তি কাপুর।