শবনম ফারিয়ার ওয়েব সিরিজ ‘বিলাপ’
বিনোদন ডেস্ক
রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করলেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। এরইমধ্যে তিনি শেষ করলেন ‘বিলাপ’ শিরোনামের একটি ডার্ক থ্রিলার ওয়েব সিরিজ। এটির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন ‘ঢাকা অ্যাটাক’ এবং ‘মিশন এক্সট্রিম’ (১ম ও ২য় খণ্ড)-এর কাহিনী ও চিত্রনাট্যকার সানী সানোয়ার। যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। ওয়েব সিরিজটি খুব শিগগিরই ওটিটি প্ল্যাটফরম ‘সিনেমাটিক’-এ স্ট্রিমিং করা হবে। শবনম ফারিয়া বলেন, আমি এর আগে কখনো ওয়েব সিরিজে কাজ করিনি। এর গল্প শোনার পর মনে হয়েছে যে, এতে কাজ করা যায়। নিজেকে নতুনভাবে দেখানোর সুযোগ আছে।
সেই ভাবনা থেকেই এতে কাজ করেছি। দর্শকরা দেশীয় ওয়েব সিরিজের পরিপূর্ণ স্বাদ এতে পাবেন বলে মনে করি। এই সিরিজে জাকিয়া বারী মম এবং রুনা খানকেও ব্যতিক্রমধর্মী দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। এ ছাড়া আরো অভিনয় করেছেন শরিফুল রাজ, লুৎফর রহমান জর্জ, খায়রুল বাশার, মাজনুন মিজান, মাসুম বাশার, ইন্তেখাব দিনার, জয় রাজ, সমাপ্তি মাসুক, দীপু ইমাম, এহসান রহমান, আশরাফুল আশিষ, নবাগত পূজা ক্রুজ, নীলাঞ্জনা নীলা প্রমূখ