কিয়ারা আদভানি আসছেন বড়পর্দায়
বিনোদন ডেস্ক
করোনাকালের পর আবারও বড়পর্দায় মুক্তি পাচ্ছে বলিউডের ছবি। তবে ভারতে নয়, কিয়ারা আদভানি অভিনীত ‘লক্ষ্মী বোম্ব’ ছবিটি আসন্ন দিওয়ালিতে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতে মুক্তি পাবে। এতে ‘কবির সিং’ তারকার বিপরীতে অভিনয় করেছেন অক্ষয় কুমার। সম্প্রতি টুইটারে নির্মাতা রাঘব লরেন্স ঘোষণা দেন, ছবির মুক্তির তারিখ আর পেছানো হবে না। আসছে দিওয়ালি উপলক্ষে ৯ নভেম্বর এটি প্রেক্ষাগৃহে আসবে। পাশাপাশি ডিজনি প্লাসেও এটি স্ট্রিমিং হবে।
সম্প্রতি ‘লক্ষ্মী বোম্ব’-এর নতুন একটি পোস্টার শেয়ার করা হয়েছে। ছবিতে একজন পুরুষ, আবার একজন তৃতীয় লিঙ্গের মানুষ হিসেবে দেখা যাবে অক্ষয়কে। তামিল হরর-কমেডি ‘মুনি ২ : কাঞ্চনা’র হিন্দি রিমেক এটি। রিমেকের মতো আগের ছবিটিও নির্মাণ করেছিলেন পরিচালক রাঘব লরেন্স। ‘এম এস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’ দিয়ে বলিউডে যাত্রা শুরু কিয়ারার পরবর্তী ছবি ‘শেরশাহ’। এতে তার বিপরীতে অভিনয় করছেন ‘কথিত প্রেমিক’ সিদ্ধার্থ মালহোত্রা। অন্যদিকে অক্ষয়ের মুক্তি প্রতীক্ষিত ছবি ‘সূর্যবংশী’। রোহিত শেঠি পরিচালিত এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ।