‘মন দরজা’য় থাকছে মোশাররফের লেখা গান
অনলাইন ডেস্ক
মোশাররফ করিম ও জাকিয়া বারী মম জুটি সম্প্রতি ‘মন দরজা’ নামের নাটকে অভিনয় করেছেন। পরিচালনা করেছেন সাগর জাহান। সেই নাটকে থাকছে জনপ্রিয় অভিনেতার লেখা গানও।
এরই মধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।
মোশাররফ করিম বলেন, “সাগরের নির্দেশনায় আমি অনেক নাটকে কাজ করেছি। এ সব নাটকের দর্শক সাড়াও ছিল ভালো। ‘মন দরজা’ নাটকটির গল্প অনেক রহস্যময়। এ গল্পে নানা বাঁক আছে। আমার নিজের লেখা একটি গান আছে, সেই গানের সঙ্গে এ গল্পটাও অনেকটা মিলে যায়।
গানটি হলো, ‘খোলে না খোলে না, খোলা মনের শেষ দরজা তালা সরলে মিলে’। আমরা প্রায়ই মনে করি লোকটা খুব খোলা মনের, সহজ। কিন্তু খোলা মনেরও একটা শেষ দরজা আছে। যেটাকে খোলা বলছি তারও একটা গোপনীয়তা আছে, একটা দরজা আছে। আসলে সেই দরজার শেষ নেই। এ গল্পটাও তেমনই।”
মম বলেন, “নির্মাতা হিসেব সাগর জাহান ভাইকে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই। একটি নাটক নির্মাণের পূর্বপ্রস্তুতি এবং নির্মাণকালে যত ধরনের আয়োজন তার পূর্ণ প্রস্তুতি নিয়ে তিনি কাজ করেন। তার গল্প বলার ধরনটা সত্যিই অন্যরকম।” নাটকটি শিগগিরই টেলিভিশনে প্রচার হবে।