মেলবোর্ন আন্তর্জাতিক উৎসবে ঋতুপর্ণা
বিনোদন ডেস্ক
মেলবোর্ন আন্তর্জাতিক ভারতীয় ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে ঋতুপর্ণা সেনগুপ্তের ছবি ‘পার্সেল’। ঋতুপর্ণা জানান, ‘পার্সেল’, ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্নে নির্বাচিত হয়েছে, তাতে আমি খুব খুশি। এটা নিয়ে তৃতীয়বার আমার ছবি ওই ফিল্ম ফেস্টিভ্যালে নির্বাচিত হলো। প্রথমবার নির্বাচিত হয়েছিল ‘রাজকাহিনী’, গত বছর ছিল ‘আহারে’, এবার ফেস্টিভ্যালে যাওয়া যাচ্ছে না। ভার্চ্যুয়ালি শো হবে। এরইমধ্যে মেইল পেয়েছি। এটা অনেক দুর্যোগের খবরের মধ্যে ভালো খবর। অনেক ভালো ভালো ছবি যাচ্ছে, তাদের সঙ্গে ‘পার্সেল’ও আছে।
এই ছবিটি পরিচালনা করেন ইন্দ্রাশিস আচার্য। ২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছিল ছবিটি। ইন্দ্রাশিস আচার্যের এ ছবিতে ঋতুপর্ণা ছাড়াও রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, শীলা মজুমদার, দামিনী বসু, অম্বরীশ ভট্টাচার্যের মতো অভিনেতা-অভিনেত্রী। গত বছর মুক্তি পেয়েছিল ছবিটি। ঋতুপর্ণা জানান, আগামী ১৫ই অক্টোবর ফের একবার মুক্তি পাচ্ছে ‘পার্সেল’। ঋতুপর্ণা অভিনীত ‘মায়াকুমারী’ ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। ছবিটি পরিচালনা করেছেন অরিন্দম শীল। এদিকে করোনা পরিস্থিতির কারণে বেশকিছু ছবি আটকে আছে এ অভিনেত্রীর। খুব দ্রুতই সেগুলোর শুটিং শুরু করবেন বলেও জানান তিনি।