এপ্লাই করার চেষ্টা করছি:রিয়া
বিনোদন ডেস্ক
খুব অল্প কাজ করেই নিজের অভিনয় দিয়ে আলোচনায় এসেছেন সানজানা সরকার রিয়া। এনটিভিতে প্রচার চলতি ধারাবাহিক মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ফ্যামিলি ক্রাইসিস’-এ তার অভিনীত শিশির চরিত্রটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। অন্যদিকে বাংলাভিশনে প্রচার চলতি কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট সিজন টু’ ধারাবাহিকে রিয়া অভিনয় করছেন স্বনামেই। উচ্ছ্বসিত রিয়া বলেন, অভিনয়ে আমি একেবারেই নতুন। প্রতিনিয়ত অভিনয় শিখছি। বিশেষ করে যেসব নাটকে আমি কাজ করছি, সিনিয়র সহশিল্পীদের কাছ থেকে অভিনয়ের অনেক কিছু জেনে তা এপ্লাই করার চেষ্টা করছি। নাটকে অভিনয়ের জন্য অনেকের কাছ থেকে সাড়া পাচ্ছি। বাংলালিংকের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার মধ্যদিয়ে মিডিয়াতে রিয়ার অভিষেক হয়।