দুবাই সফরে জাহারা মিতু
স্টাফ রিপোর্টার
ওপার বাংলার শীর্ষ নায়ক দেব বাংলাদেশেও তুমুল জনপ্রিয়। করোনা পরিস্থিতির
আগেই এ নায়ক বাংলাদেশের ছবি ‘কমান্ডো’তে অভিনয় করবেন বলে ঘোষণা আসে। তবে করোনার কারণে
এতদিন এর শুটিং শুরু হয়নি। এবার এ ছবির শুটিং শুরু করতে যাচ্ছেন দেব। আর তার বিপরীতে
নায়িকা হয়ে আসছেন চলতি প্রজন্মের নায়িকা জাহারা মিতু।
এর মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশি প্রযোজনায় অভিনয় করছেন দেব। এটি প্রযোজনা করছে
শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল। এ ছবির শুটিং শুরু হচ্ছে দুবাইয়ে।
জানা যায়, গত ১৪ই অক্টোবর কলকাতার টিম নিয়ে দুবাই গিয়েছিলেন দেব। বাংলাদেশ থেকে ছবিটির পরিচালক শামীম আহমেদ রনীও হাজির হন সেখানে। টানা ৫ দিন লোকেশন দেখে তারা সিদ্ধান্ত নেন, ১লা নভেম্বর থেকে শুটিং শুরু করবেন। টানা ১৫ দিন শুট হবে সেখানে। সব ঠিক থাকলে বাংলাদেশের ইউনিট ৩০শে অক্টোবরের মধ্যে দুবাইয়ের উদ্দেশে রওনা হবে। ছবিটি নিয়ে জাহারা মিতু বেশ এক্সাইটেড। তিনি বলেন, এই ছবিতে অভিনয়ের জন্য ১২ কেজি ওজন কমিয়েছি। নিজেকে প্রস্তুত করেছি ভালোভাবে। আশা করছি খুব ভালো কিছু হবে।
মিতুর শোবিজ অঙ্গনে পদচারণা শুরু হয়েছিল ২০১২ সালে। সেবার বিজিএমইএ ইয়েলো ফ্যাশন ফেস্টে বিজয়ী হন তিনি।সুন্দরী মিতু আলোচনায় আসেন ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশ নিয়ে রানার্সআপ হওয়ার পর।
তিনি ফ্যাশন ডিজাইনে শেষ করেন গ্র্যাজুয়েশন। সুদূর চীন থেকে একটি মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এ লাস্যময়ী।অভিনয়ে যুক্ত হলেও নিজেকে এখনও একজন ফ্যাশন ডিজাইনার হিসেবে পরিচয় দিতে ভালোবাসেন মিতু। মিতুকে দেখা গেছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল ও বঙ্গমাতা অনূর্ধ্ব -১৯ আন্তর্জাতিক মহিলা ফুটবল টুর্নামেন্টের উপস্থাপনাতেও। মিতুর ইচ্ছে আছে যখন নিজের নামটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন তখন স্বনামে ফ্যাশন হাউজ প্রতিষ্ঠা করবেন। জাহারা মিতু। ২০১৭ সালে ‘সুপারমডেল বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হন। এ ছাড়া গত বছর ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন। বর্তমানে নাটক ও উপস্থাপনা—দুই মাধ্যমে কাজ নিয়ে ব্যস্ত মিতু। এরই মধ্যে যুক্ত হয়েছেন চলচ্চিত্রে। প্রথম চলচ্চিত্রে জুটি বেঁধে অভিনয় করছেন জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে। বদিউল আলম খোকন পরিচালিত ‘আগুন’ ছবি ছাড়াও আরো কয়েকটি চলচ্চিত্রে শাকিব খানের সঙ্গে তাঁর জুটি বাঁধার গুঞ্জন শোনা যাচ্ছে।
রাজবাড়ীর পাংশার মেয়ে জাহারা মিতুর জন্ম চট্টগ্রামে। চট্টগ্রামেই বেড়ে উঠেছেন তিনি। চার বোন, এক ভাইয়ের মধ্যে সবার বড় মিতু। মা ও ভাই বোনদের নিয়েই মিতুর সংসার; বাবাকে হারিয়েছেন ২০১৮ সালে।