তানহা এখন সরব
ষ্টাফ রিপোর্টার
পাঁচ বছর আগে মডেল-অভিনেত্রী তানহা তাসনিয়া শোবিজে তার ক্যারিয়ার শুরু করেন। তার অভিনীত তিনটি চলচ্চিত্র ইতিমধ্যে মুক্তি পেয়েছে। কাজ করেছেন প্রতিষ্ঠিত নায়কদের সঙ্গে। বর্তমানে ছোট পর্দাতেও অভিনয় করছেন। বর্তমান ব্যস্ততা নিয়ে তানহা জানান, গতকাল সরকারি অনুদানের একটা সিনেমায় কাজের ব্যাপারে মিটিং করলাম। মৌখিকভাবে কাজ করতে রাজিও হয়েছি। কারণ গল্প, চরিত্র আমার পছন্দ হয়েছে। দেখা যাক পরিশেষে কি হয়।
সব কিছু চূড়ান্ত হলে সবাইকে জানাতে পারবো। এ ছাড়া মনতাজুর রহমান আকবরের পরিচালনায় আরেকটি সিনেমাতেও কাজের কথা আছে তানহার। সেটিতেও কাজের ব্যাপারে পাকা কথা হয়েছে বলে জানান এই অভিনেত্রী। প্রতিনিয়ত সিনেমার প্রস্তাব পাচ্ছেন উল্লেখ করে তানহা আরো বলেন, প্রস্তাব তো অনেক পাই। তবে একটু ভালো মানের কাজ করতে চাই। আমি আবার একটু খুঁতখুঁতে। এখন পর্যন্ত যে কয়টা সিনেমা করেছি সেগুলোতে কাজের আগে অনেক বিষয় দেখেছি। সামনেও একইভাবে এই বিষয়গুলোতে নজর দিবো। গল্প, পরিচালক, শিল্পী সবকিছু পছন্দ হলেই সেই সিনেমায় কাজ করবো। গত ঈদে অপূর্বর বিপরীতে একটি নাটকে অভিনয় করে ভালো সাড়া পান তানহা। তাই বড় পর্দার কাজের পাশাপাশি ছোট পর্দাতেও সমানতালে কাজ করে যাচ্ছেন। তানহা বলেন, বেশকিছু নাটক হাতে আছে। নভেম্বরে এগুলোর শুটিং করবো। এগুলোর পরিচালক কাজল আরেফিন অমি, সঞ্জয় সমাদ্দার, সজল সাহা ও মাহমুদুর রহমান হিমি। আর সহশিল্পী হিসেবে থাকবেন আফরান নিশো, অপূর্ব, মোশাররফ করিম, তৌসিফ, ইরফান সাজ্জাদ। অনন্য মামুনের নির্দেশনায় ‘পার্টনার’ শিরোনামের একটি ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন তানহা। সিরিজটির কিছু অংশের কাজ বাকি রয়েছে। শিগগিরই সেটির শুটিংয়েও অংশ নেবেন এই অভিনেত্রী। সামনের পরিকল্পনার কথা জানতে চাইলে তানহা সোজাসাপ্টা বলেন, সুপারস্টার বা তারকা তকমা পাওয়ার কোনো ইচ্ছা নেই। একজন ভালো অভিনেত্রী হিসেবে দর্শকদের মনে জায়গা করে নেয়াই আমার টার্গেট। সেটা ছোট পর্দা কিংবা বড় পর্দায় হতে পারে। দর্শকরা আমাকে যেটাতে গ্রহণ করবে সেটাতেই বেশি কাজ করবো।