মিথিলা আবার সমালোচনায়
অনলাইন ডেস্ক
সমালোচনার গণ্ডি থেকে যেন কোনোভাবেই বের হতে পারছেন না জনপ্রিয় মডেল-অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। এবার সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে ‘ব্লাউজবিহীন’ শাড়ির ছবি শেয়ার করে ফের সমালোচনার মুখে পড়েছেন বাংলাদেশের এই অভিনেত্রী।
ফেসুকে দেয়া ওই স্ট্যাটাসে ছবিটির ক্যাপশনে তিনি আবার লিখেছেন জীবনানন্দ দাশের কবিতার কয়েক লাইন।
ফেসবুকের ওই স্ট্যাটাসে মিথিলা লিখেন- সব পাখি ঘরে আসে- সব নদী ফুরায় এ-জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। ছবিটির ক্যাপশনে তিনি আবার লিখেছেন জীবনানন্দ দাশের কবিতার কয়েক লাইন।
মিথিলার এই ছবি নিয়ে ইতিবাচকের তুলনায় নেতিবাচক মন্তব্য করার তালিকাটা বেশ লম্বা। আপাতত মেয়েকে নিয়ে স্বামীর সঙ্গে কলকাতায় আছেন মিথিলা। এ ছবির ব্যাপারে জানতে তার সঙ্গে তাই যোগযোগ করা সম্ভব হয়নি।