নিশাত নাওয়ার সালওয়া”র ‘স্বপ্নে দেখা রাজকন্যা’
বিনোদন ডেস্ক
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-২০১৮ এর প্ল্যাটফর্ম থেকে প্রথম রানার্স আপ হন নিশাত নাওয়ার সালওয়া। এরপর মোস্তাফিজুর রহমান মানিকের ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ সিনেমার কাজ শেষ করেন। ছবিটি মুক্তির অপেক্ষায়। গেল মার্চে শুরু হওয়া কবরী সারোয়ার পরিচালিত ‘এই তুমি সেই তুমি’ শিরোনামের সরকারি অনুদানের সিনেমার নায়িকা হিসেবেও কাজ করছেন এই সুন্দরী নায়িকা। ইতিমধ্যে ছবিটির ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে। এদিকে ছবিটির কাজ শেষ না হতেই তার ‘বীরত্ব’ সিনেমার শুটিংয়ের জন্য সালওয়া বর্তমানে রাজবাড়ীতে অবস্থান করছেন। সবমিলিয়ে ব্যাক টু ব্যাক দু’টি সিনেমার কাজ করতে গিয়ে তিনি চ্যালেঞ্জের মুখে পড়েছেন। কারণ দু’টি ছবিতেই ভিন্ন ভিন্ন চরিত্র ধারণ করতে হচ্ছে।
এ নিয়ে শুরুতে কিছুটা চিন্তিত হলেও নিজের ওপর বিশ্বাস থাকায় কাজ করতে গিয়ে তেমন কোনো সমস্যা হচ্ছে না তার। সালওয়া বলেন, যেহেতু ব্যাক টু ব্যাক কাজ। দুটি চরিত্র একসঙ্গে ধারণ করতে হচ্ছে। কাজটা একটু কঠিন। তবে ধৈর্য্য ধরে দু’টি চরিত্রই সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আমার ওপর যেহেতু সবাই ভরসা করছেন। তাদের আস্থা ঠিক রাখার জন্য হলেও পরিশ্রম করতে রাজি আছি। আমি সর্বোচ্চ দিয়ে সততার সঙ্গে কাজ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। ‘বীরত্ব’ ছবিতে একজন চিকিৎসকের চরিত্রে অভিনয় করছেন সালওয়া। এ নায়িকা বলেন, এই ছবিতে আমার সহশিল্পী ইমন ভাইয়া। তিনি ভীষণ হেল্পফুল। সত্যি আমি সৌভাগ্যবান। ১৫ দিনের মতো রাজবাড়ীতে শুটিং করবেন সালওয়া। ‘বীরত্ব’ ছবির গল্প নিয়েও তিনি সন্তুষ্ট। কথায় কথায় বলেন, গল্পটা খুবই সুন্দর। ভালো কিছু হতে যাচ্ছে। যৌনপল্লীতে চিকিৎসাসেবা দিতে গিয়ে কিছু ঘটনার সূত্রপাত হয়। ওখান থেকেই গল্পটা আগায়। চলচ্চিত্র ছাড়াও প্রতিনিয়ত ছোট পর্দায় কাজের প্রস্তাব পাচ্ছেন সালওয়া। তবে এই মুহূর্তে সিনেমা ছাড়া আর কিছু ভাবতে নারাজ নবাগত সালওয়া।