দ্বিতীয় ইনিংসের অপেক্ষায় মাহিয়া মাহি
অনলাইন ডেস্ক ॥
বলা যায় চিত্রনায়িকা মাহিয়া মাহির বৃহস্পতি এখন তুঙ্গে। করোনাকালে বেশিরভাগ যখন কাজহীন তখন মাহি ব্যস্ত আছেন সমান্তরাল দুই চলচ্চিত্রের শূটিং নিয়ে। ‘নবাব এলএলবি’র শূটিংয়ে অংশ নিয়ে গত রবিবার শুরু করেন সরকারী অনুদানের ছবি ‘আশীর্বাদ’। পুরান ঢাকায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক আশীর্বাদের নির্মাতা। ২০১৯-২০ অর্থবছরে সরকারী অনুদানে পূর্ণদৈর্ঘ্য ১৬টি চলচ্চিত্রকে অনুদান দেয়া হয়েছে। এগুলোর মধ্যে ‘আশীর্বাদ’ অন্যতম। ছবিটি প্রযোজনার পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবে কাজ করছেন জেনিফার ফেরদৌস।
শূটিংয়ে মাহি এতটাই ব্যস্ত যে দম ফেলার সুযোগ পাচ্ছেন না। দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে ছবির কাজ। গে-ারিয়ায় দু’দিন শূটিং করে দুই দিনের বিরতি। ফের আগামীকাল (২ অক্টোবর) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় দুই দিন এরপর অটিস্টিক স্কুল দুই দিন ‘আশীর্বাদ’র দৃশ্য ধারণে পরিকল্পনা করা হয়েছে।
দীর্ঘ দিনের বিরতি শেষে কাজে ফিরে মাহি বলেন, সবশেষ স্বপ্নবাজি ছবির শূটিং করি। করোনার মধ্যে ‘অক্সিজেন’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেছি। সিনেমার শূটিংয়ে লোকসংখ্যা বেশি থাকলেও মাহি বেশ সতর্কতা অবলম্বন করে কাজ করছেন। যুগের সঙ্গে তাল মিলিয়ে ছবিটি ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে। বিষয়টি পজিটিভভাবে দেখছেন মাহি। দীর্ঘ সাত বছরের বিরতি কাটিয়ে ‘নবাব এলএলবি’ ছবির মাধ্যমে ফের পর্দা ভাগাভাগি করবেন মাহি ও শাকিব খান। এর আগে শাকিব-মাহি ‘ভালোবাসা আজকাল’ চলচ্চিত্রে জুটি বেঁধে অভিনয় করেছিলেন। ছবিটি নিয়ে দর্শকের মাঝে আগ্রহ তৈরি হলেও আর এক সঙ্গে দেখা যায়নি। লম্বা বিরতি শেষে ফের এক হয়ে কাজ করছেন দ্বিতীয় চলচ্চিত্রে। ছবিটি পরিচালনা করছেন অনন্য মামুন।
লম্বা বিরতি প্রসঙ্গে মাহি জানান, ব্যাটে বলে মিলেনি বলেই দ্বিতীয় চলচ্চিত্রের জন্য লম্বা সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। খুব শীঘ্রই গানের শূটিংয়ের জন্য মালদ্বীপ যাচ্ছেন তারা। সেখানে দুটি গান ও এ্যাকশন দৃশ্যের শূটিং হবে। গত ৩০ আগস্ট শুরু হয় ‘নবাব এলএলবি’ ছবির কাজ। প্রথম সপ্তাহে শূটিংয়ে অংশ নেন মাহি। ছবিতে শাকিব খানকে দেখা যাবে একজন আইনজীবির চরিত্রে। মাহি আইনজীবীর সহকারী। ‘নবাব এলএলবি’ ও ‘আশীর্বাদ’ ছবি দুটিতে ভিন্ন দুটি চরিত্রে পাওয়া যাবে মাহিকে। ছবি দুটি নিয়ে তিনি আশাবাদী। দর্শক চাইলে আগামীতে শাকিব-মাহি জুটিকে পর্দায় দেখা যাবে বলে জানান মাহি।
ঢালিউডে অল্প কয়েক নায়িকার মধ্যে অন্যতম মাহিয়া মাহি। যার নামে দর্শক হলে ছোটে। ২০১৮ সাল থেকে ২০১৯ সালে পর্যন্ত মাহির যেসব সিনেমা মুক্তি পেয়েছিল তার বেশিরভাগই সফলতার দিক থেকে ছিল শূন্যের কোঠায়। এরপর আবার বিয়ে ভাঙ্গার গল্প নিয়েও ছিলেন আলোচনায়। যদিও সেই আলোচনায় পানি ঢেলেছেন মাহি। বর্তমানে মাহির হাতে রয়েছে ওয়াজেদ আলী সুমনের ‘ব্লাড’, রায়হান রাফির ‘স্বপ্নবাজি’। মুক্তির অপেক্ষায় মোস্তাফিজুর রহমান মানিক এর ‘আনন্দ অশ্রু’। ২০১৬ সালে পরিচালক বদিউল আলম খোকন মাহি-সজলকে জুটি করে ঘোষণা দেন ‘হারজিৎ’ ছবি নির্মাণের তবে হঠাৎ করে বন্ধ হয়ে যায় ছবিটির কাজ। চার বছরেও আলোর মুখ দেখেনি ছবিটি। ঢাকাই সিনেমার এই অগ্নি কন্যা দির্ঘদিন ধরে নিজেকে ভাঙ্গা-গড়ার মধ্য দিয়ে সঠিকভাবে নিরূপণের চেষ্টা করেছেন। দর্শক যদিও তাকে সুযোগ দিয়েছেন, এখন অপেক্ষাÑকরোনা পরবর্তী মাহির দ্বিতীয় ইনিংসের...