ওয়েব সিরিজের কাজ শেষ করলেন তানজিন তিশা
বিনোদন ডেস্ক
করোনা পরিস্থিতির মধ্যে খুব কম কাজই করেছেন হাল সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তবে এখন কাজে বেশ মনোযোগী তিনি। তবে বেছে বেছে গতানুগতিক ধারার বাইরের গল্প ও চরিত্রে কাজ করছেন। তারই ধারাবাহিকতায় ‘শেকল’ শিরোনামের একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন। সম্প্রতি তিনি কাজ শেষ করেছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘মানি মেশিন’ ওয়েবভিত্তিক কাজের। এখানে তাহসান খানের বিপরীতে দেখা যাবে তাকে। ভিন্নধর্মী গল্প ও চরিত্র হওয়াতেই এখানে কাজ করেছেন বলে জানালেন তিনি। অন্য এক তিশাকেই এখানে খুঁজে পাওয়া যাবে।
এ বিষয়ে তানজিন তিশা বলেন, বেশ বেছে বেছে কাজ করছি এখন। করোনার এই সময়ে খুব বেশি কাজ করতে চাই না। তারই ধারাবাহিকতায় কিছু কাজ করছি। এরমধ্যে ‘মানি মেশিন’ অন্যতম। আরটিভির ওয়েব কনটেন্ট হিসেবে এটি নির্মিত হলো। খুব আলাদা গল্পের একটি কাজ। এখানে অন্যরকম তিশাকেই দর্শক পাবেন। আমার বিশ্বাস ভালো লাগবে সবার। এদিকে বর্তমানে আরো কিছু নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিশা। নতুন এসব নাটকে অপূর্ব, আফরান নিশো, তাহসানদের বিপরীতে তাকে দেখা যাবে। তিশা বলেন, ভালো গল্পের নাটককেই প্রাধান্য দিচ্ছি। যে নাটকগুলো সামনে আসবে সেগুলো দর্শকদের ভালো লাগবে আশা করি।