শাওন ‘বয়কট’ করলেন নন্ত জলিলকে
বিনোদন ডেস্ক
ধর্ষণের বিরুদ্ধে মন্তব্য করতে গিয়ে আজ সকালে এক ভিডিওবার্তায় নারীদের পোশাককে দুষলেন ব্যবসায়ী ও চলচ্চিত্র অভিনেতা অনন্ত জলিল। আর এ কারণে সমালোচনার মুখে পড়েছেন তিনি।
নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ‘ধর্ষকদের শিক্ষা দিলেন অনন্ত জলিল’ শিরোনামের ভিডিওবার্তায় নারীদের শালীন পোশাক ধর্ষণ কমাতে পারে বলে মন্তব্য করেন জলিল। এর পরিপ্রেক্ষিতে অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন তাকে বয়কটের ঘোষণা দেন।
ফেসবুকে এই অভিনেত্রী অনন্ত জলিলের কথা পরিপ্রেক্ষিতে লিখেছেন, ‘আমি মেহের আফরোজ শাওন, বাংলাদেশের একজন চলচ্চিত্র ও মিডিয়াকর্মী এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সচেতন নাগরিক হিসেবে বাংলাদেশের নারীদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য এবং অসংলগ্ন বক্তব্য সম্বলিত ভিডিওবার্তা দেওয়ার জন্য জনাব অনন্ত জলিলকে বয়কট করলাম।’