কানে তিন দিনের ‘বিশেষ আসরে’ ‘স্পেশাল কান ২০২০’ ইভেন্টটি অনুষ্ঠিত হবে
অনলাইন ডেস্ক
কান চলচ্চিত্র উৎসব নিয়ে আশা ছাড়তে রাজি নয় কর্তৃপক্ষ। করোনার আবহে চলতি বছরের মূল আসর বাতিল হলেও তিন দিনের বিশেষ একটি আয়োজনের পরিকল্পনা করেছেন তারা।
ভ্যারাইটি ডটকম জানায়, এবারের অফিশিয়াল সিলেকশনকে সম্মান জানাতে এ আয়োজন। ‘স্পেশাল কান ২০২০’ ইভেন্টটি অনুষ্ঠিত হবে ২৭ থেকে ২৯ অক্টোবর। সেখানে অফিশিয়াল সিলেকশন থেকে চারটি সিনেমা প্রদর্শিত হবে। লুই লুমিয়ের মিলনায়তনে উপস্থিত থেকে এ আয়োজন উপভোগ করতে পারবেন দর্শক।
এ আসরের অন্যতম আকর্ষণ প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং সিনেফঁদাসো শাখায় শিক্ষার্থীদের নির্মিত ছবির প্রদর্শনী। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলোর মধ্যে পাম দ (স্বর্ণ পাম) বিজয়ীর নাম ঘোষণা করবেন বিচারক।
ফরাসি নির্মাতা ইমানুয়েল কুরকল পরিচালিত ‘দ্য বিগ হিট’ প্রদর্শনীর মধ্য দিয়ে শুরু হবে উৎসব। অন্য ছবিগুলো হলো জাপানের নাওমি কাওয়াসে পরিচালিত ‘ট্রু মাদারস’, জর্জিয়ার ডেয়া কুলুম্বেগাশভিলির ‘বিগিনিং’ এবং ফ্রান্সের ব্রুনো পোদালিদেস পরিচালিত ‘দ্য ফ্রেঞ্চ টেক’।
সিনেমার নির্মাতা ও কলা-কুশলীরা উপস্থিত থাকছেন বিশেষ এ আয়োজনে। থাকছে রেড কার্পেট ও ডিনার।
কয়েক দফা তারিখ পরিবর্তন করেও এবার আয়োজন করা যায়নি বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এ চলচ্চিত্র উৎসব। কান কর্তৃপক্ষ জানায়, পরের আসর অনুষ্ঠিত হবে আগামী বছরের ১১-২২ মে।