জনপ্রিয় ধারাবাহিকের পরিচালক রাস্তায় রাস্তায় ঘুরে সবজি বিক্রি করছেন
অনলাইন ডেস্ক
করোনা ভাইরাসের থাবায় জনপ্রিয় ধারাবাহিকের সহকারী পরিচালক হয়েছেন সবজি বিক্রেতা। ঠেলা গাড়ি করে জায়গায় জায়গায় গিয়ে বেচছেন টমেটো, পটল, লাউ, কাঁচা লঙ্কা। তিনি রাম বৃক্ষ গৌর। দর্শকদের কাছে এ নাম অপরিচিত ঠেকলেও মুম্বাইয়ের বিনোদন জগতে এ নাম অনেকেরই চেনা। ২০০২ সালে মুম্বাই গিয়েছিলেন রাম। প্রথমে ধারাবাহিকের লাইট ডিপার্টমেন্টে কাজ শুরু করেন তিনি। পরে প্রোডাকশন টিমের অংশ হয়ে যান। জনপ্রিয় ধারাবাহিক ‘বালিকা বধূ’র অ্যাপিসোড ডিরেক্টর এবং ইউনিট ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন রাম বৃক্ষ গৌর। কাজ করেছেন সুনীল শেট্টি, রাজপাল যাদব, রণদীপ হুডা, যশপাল শর্মাদের মতো অভিনেতাদের সঙ্গে। এত কিছুর পরও সবজি কেন বেচতে হচ্ছে সহকারী পরিচালককে?
সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে রাম জানিয়েছেন, প্রথমে একটি ভোজপুরি এবং পরে হিন্দি সিনেমা তৈরি করার পরিকল্পনা ছিল তার। তারই রেকি করতে আজমগড় গিয়েছিলেন তিনি। সেই সময়ই করোনার কারণে লকডাউনের ঘোষণা হয়। সেখানেই থেকে যান তিনি। করোনার জন্য তার ছবির কাজও পিছিয়ে যায়। প্রযোজক জানিয়ে দেন আগামী বছরের আগে কাজ শুরু করা সম্ভব নয়। মুম্বাইতেও শুটিংয়ের কাজ বন্ধ ছিল। তাই সবজি বিক্রেতার পেশা বেছে নিয়েছেন রাম বৃক্ষ। এতে কোনো আফসোস নেই ‘বালিকা বধূ’র সহকারী পরিচালকের। তার বাবাও একই কাজ করতেন। আর সৎ উপায়ে রোজগারের কোনো কাজই খাটো নয় বলে মনে করেন রাম বৃক্ষ। আবার যখন পরিস্থিতি অনুকূল হবে তখন মুম্বাইয়ে গিয়ে পরিচালনায় ফিরবেন বলে আশাবাদী তিনি।